চট্টগ্রামে এখন টিভির চট্টগ্রাম ব্যুরো ও যমুনা টিভির স্টাফ রিপোর্টারসহ সারাদেশে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বান্দরবানে কর্মরত সাংবাদিকরা। আজ মঙ্গলবার দুপুরে বান্দরবান প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের উপর হামলার বিচার ও নিরাপত্তা দাবিতে মানববন্ধনের এই কর্মসূচি পালন করা হয়।
এসময় গণমাধ্যমকর্মীরা বলেন, গণঅভ্যুত্থান মধ্য দিয়েও দেশের সাংবাদিকদের উপর নির্যাতন,গুম,খুন হত্যা এখনো থেমে থাকেনি। সত্য সংবাদ প্রকাশ করতে গিয়ে হামলা শিকার হয়েছে প্রায় শতাধিক সাংবাদিক। সাংবাদিকদের সুরক্ষায় যে নীতিমালা প্রনয়ন করা হয়েছে সেই আইন বাস্তবায়ন করা হয়নি।
সাংবাদিকেরা অভিযোগ করে বলেন, কিছু মানুষ রাজনৈতিক ইন্ধনে বিগত সরকারে রাজনৈতিক ট্যাগ লাগিয়ে গণমাধ্যমকর্মীদের হয়রানি করা চেষ্টা চালাচ্ছে। যা খুবই নিন্দাসূচক। তাই চট্টগ্রামে সাংবাদিকদের উপর যারা হামলা চালিয়েছে সেসব অপরাধীদের আইনে আওতায় এনে বিচার ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। অন্যথায় সারাদেশে যোগে রাজপথে নামানোর হুশিয়ারি দেন বক্তারা।
এসময় প্রথম আলো সিনিয়র সাংবাদিক বুদ্ধজ্যেতি চাকমা, প্রেসক্লাবে সাধারণ সম্পাদক এনএ জাকির, যমুনা টিভির রিপোর্টার বাটিং মারমা, এখন টিভির প্রতিনিধি রিজভী রাহাত, স্টার নিউজের প্রতিনিধি আকাশ মারমাসহ কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।