× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পণ্য ও সেবার গুণগত মান বৃদ্ধিতে সচেতনতা জরুরি

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো

১৪ অক্টোবর ২০২৫, ১৮:২৫ পিএম । আপডেটঃ ১৪ অক্টোবর ২০২৫, ১৮:২৬ পিএম

‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে মান’–এই প্রতিপাদ্যে রংপুরে বিশ্ব মান দিবস উদ্যাপিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম।

রংপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের রংপুর বিভাগীয় কার্যালয় যৌথভাবে এই আলোচনা সভার আয়োজন করে।

সভায় প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, আমাদের প্রত্যেকে নিজেদের অবস্থান থেকে মান বজায় রাখতে হবে—হোক তা উৎপাদন প্রক্রিয়ায়, সেবায়, কিংবা শিক্ষায়। মানসম্পন্ন সেবা ও পণ্য দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই সমাজ গড়ে তুলবে।

দেশের উৎপাদতি পণ্যের রপ্তানি প্রসঙ্গে তিনি বলেন, রপ্তানি খাতকে শক্তিশালী করার জন্য উৎপাদিত পণ্যের মান সঠিক রাখতে হবে। বহির্বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে আন্তর্জাতিক মান অনুসরণের কোনো বিকল্প নেই। দেশের উৎপাদিত পণ্যের মান ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার নজরদারী বাড়ানোর জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম বলেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে পণ্যের ভেজাল নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। ভেজাল নিয়ন্ত্রণে প্রয়োজন নৈতিকতা ও জনসচেতনতা। অধিক মুনাফার আশায় মানহীন পণ্য উৎপাদনের মানসিকতা পরিহার করে পণ্যের গুণগত মান বৃদ্ধির জন্য তিনি উৎপাদনকারী ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।

সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বলেন, দিবসটির উদ্যাপনের উদ্দেশ্য হলো পণ্য বা সেবার মান সম্পর্কে জনগণকে সচেতন করা। বিএসটিআই-এর মানদণ্ড অনুসরণ করে বেসরকারিখাত, শিল্প উদ্যোক্তা, ব্যবসায়ী ও রপ্তানিকারকগণ গুণগত এবং পরিবেশবান্ধব টেকসই পণ্য উৎপাদনে আরো মনোযোগী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে উদ্যোক্তা ও ব্যবসায়ীগণ বিএসটিআই-এর সেবা সহজিকরণ, লাইসেন্সের মেয়াদ বৃদ্ধিসহ পণ্যের গুণগত মানের সূচক সম্পর্কে অবহিতকরণ বিষয়ে মতামত ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শুরুতে তথ্যচিত্র উপস্থাপন করেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের রংপুর বিভাগীয় উপপরিচালক মুবিন-উল-ইসলাম।

সভায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী, রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি এমদাদুল হোসেন, রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি গোলাম জাকারিয়া পিন্টু, রংপুর ক্যাবের সভাপতি আব্দুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বিভিন্ন বে-সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.