× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নির্বাচন সুষ্ঠু হলে আমাদের সম্মান বাড়বে : চবি উপাচার্য

ডেস্ক রিপোর্ট।

১৫ অক্টোবর ২০২৫, ১২:০৩ পিএম

ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ ইয়াহইয়া আখতার বলেছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে সুষ্ঠু ভোটগ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচন সুষ্ঠু হলে আমাদের সম্মান যেমন বাড়বে, তেমনি শিক্ষার্থীদেরও সম্মান বাড়বে। তিনি বলেন, ‘এটি শিক্ষার্থীদের নির্বাচন, শিক্ষার্থীরাই সুন্দরভাবে সম্পন্ন করবে।’

বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের আইটি ভবনের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, ‘নির্বাচনের প্রচার-প্রচারণায় কোনো ধরনের বাধা বা হামলার ঘটনা ঘটেনি। শিক্ষার্থীরা আচার-আচরণ ও নিয়মকানুন মেনে প্রচার-প্রচারণা চালিয়েছে।’ নির্বাচনে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান তিনি।

সকাল সাড়ে ৯টায় কেন ভোটগ্রহণ শুরু হয়েছে এমন প্রশ্নের জবাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক কামাল উদ্দিন বলেন, ‘ভোটগ্রহণের জন্য সকাল ৯টায় সব ধরনের প্রস্তুতি ছিল।

আমাদের শিক্ষার্থীরা সকাল ৮টা থেকেই ভোটের লাইনে দাঁড়িয়েছে। ভোটারদের সিরিয়াল নম্বর যাচাই-বাছাই করে একজন ভোটার একাধিক ভোট দেবে। এই জন্য সকাল ৯টায় ভোটাররা উপস্থিত থাকলেও ভোটগ্রহণ শুরু হয় সাড়ে ৯টায়। শিক্ষার্থীদের সুবিধার জন্য সব ব্যবস্থা করা হয়েছে।

ছবিযুক্ত ভোটার তালিকাও প্রস্তুত করা হয়েছে।’

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.