কক্সবাজারের চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ফাঁসিয়াখালী ইউনিয়নের হাঁসের দিঘী সেনা ক্যাম্পসংলগ্ন এমপি চেকপোস্ট এলাকায় বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আনোয়ারের নেতৃত্বে এবং চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার বিশ্বজিৎ দাশের তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে অংশ নেন এসআই (নি.) আবুল খায়ের ও এসআই (নি.) মো. সোহরাব সাকিব সহ সঙ্গীয় পুলিশ সদস্যরা।
গ্রেপ্তারকৃতরা হলেন- খুটাখালী ইউনিয়নের সেগুনবাগিচা এলাকার শাহেনা বেগম (৪৬) ও তার স্বামী জহির আলম (৫৪)। অভিযানে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, একটি ব্যাটারিচালিত অটোরিকশা, একটি কালো ব্যাগ ও একটি বাটন ফোন জব্দ করা হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আনোয়ার জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।