সততার সাথে সংবাদ প্রকাশে অটল থেকে অষ্টম বছরে পদার্পণ করলো জাতীয় দৈনিক সংবাদ সারাবেলা। এই গৌরবময় দিনটি উপলক্ষে গতকাল মঙ্গলবার (১৪অক্টোবর) সন্ধ্যায় কুষ্টিয়া জেলা কার্যালয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে পত্রিকাটির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
জেলা কার্যালয়ের আয়োজনে কুষ্টিয়ার পৌর বনানী মার্কেটস্থ কার্যালয়ে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে অতিথিবৃন্দকে সঙ্গে নিয়ে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা প্রতিনিধি আরিফ খন্দকার। উপস্থিত অতিথিরা সংবাদ সারাবেলা পত্রিকার গত আট বছরের সাহসী পথচলা ও নির্ভীক সংবাদ পরিবেশনের ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতেও পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মো. মিঠুন আলী, সদস্য, নাগরিক কমিটি কুষ্টিয়া, বিশিষ্ট ব্যবসায়ী রাজীব খন্দকার, দৈনিক আজকের দর্পণ ও ঞযব গঁংষরস ঞরসবং পত্রিকার জেলা প্রতিনিধি ও দৈনিক যায়যায়দিন পত্রিকার মিরপুর উপজেলা প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, মো. আশরাফ ইকবাল পিকলু মজুমদার, খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান, দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ, হাবিব উল্লা, ভারপ্রাপ্ত সম্পাদক, সাপ্তাহিক প্রভাশন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন-খান ট্রেডার্স-এর স্বত্বাধিকারী পার্থ খান, জিল্লু খন্দকার, রাজু আহমেদ, আমিরুল ইসলাম, লিমন, ইমরান, সজিব, সোহাগ, সোহেল, আজাদ, কমল খন্দকার, ইমিসহ আরও অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “সংবাদ সারাবেলা দেশের গণমাধ্যম অঙ্গনে একটি নির্ভরযোগ্য নাম। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করেছে এই পত্রিকা।”
তারা আরও বলেন, “বিজ্ঞাপন, রাজনৈতিক চাপ কিংবা অন্য কোনো প্রভাব উপেক্ষা করে যেভাবে সংবাদ সারাবেলা সৎ ও সাহসী সাংবাদিকতা করে আসছে, তা প্রশংসনীয়।”
আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষ হয়। সকল অতিথিকে ধন্যবাদ জানিয়ে আয়োজকরা আগামীতেও সংবাদপত্রটির পাশে থাকার আহ্বান জানান।