চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গলসলিমপুর পাহাড়ি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ আরও এক যুবক মারা গেছেন। নিহতের নাম মাঈন উদ্দিন(৩০)। তিনি ১৩ দিন মৃত্যুর সঙ্গে লড়ে গত সোমবার রাত ১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
গত ৪ অক্টোবর জঙ্গলসলিমপুর এলাকায় আধিপত্য নিয়ে ইয়াছিন বাহিনী ও রোকন বাহিনীর মধ্যে সশস্ত্র সংঘর্ষের ঘটনায় খলিলুর রহমান কানু নামে এক যুবক ঘটনাস্থলেই নিহত হন। আহতদের মধ্যে মাঈন উদ্দিনের মৃত্যুর মধ্য দিয়ে মোট নিহতের সংখ্যা দাঁড়াল দুই জনে।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মাঈন উদ্দিন দীর্ঘদিন ধরে চট্টগ্রাম নগরের বায়েজিদ এলাকার ২ নম্বর জালাবাদে বসবাস করতেন। সংঘর্ষের দিন তিনি এলাকাটিতে ঘুরতে গিয়ে হামলার শিকার হন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২৫-৩০ জনকে আসামি করে সীতাকুণ্ড মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।