× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাইজভাণ্ডারীর খোশরোজ শরীফে লাখো ভক্তের ঢল

বাকি বিল্লাহ চৌধুরী, চট্টগ্রাম

১৫ অক্টোবর ২০২৫, ১৪:০০ পিএম

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক মাইজভাণ্ডার দরবার শরীফে আধ্যাত্মিক সাধক, আওলাদে রাসুল (সা.) হযরত গাউছুল আজম শাহছুফি মাওলানা সৈয়দ গোলামুর রহমান প্রকাশ বাবা ভাণ্ডারী (ক.)-এর ১৬৩তম খোশরোজ শরীফ  সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ১৬৩তম খোশরোজ শরীফ সম্পন্ন হয়েছে। তিন দিনব্যাপী এই ওরশ শরীফে দেশ-বিদেশ থেকে আগত অসংখ্য ভক্ত-আশেকান অংশগ্রহণ করেন। পুরো দরবার এলাকা ও আশপাশের গ্রাম জনসমুদ্রে পরিণত হয়।

গাউছিয়া রহমান মঞ্জিল ও আশেকানে মাইজভাণ্ডারী এসোসিয়েশনের আয়োজনে এ খোশরোজ শরীফের সব কার্যক্রম অনুষ্ঠিত হয়। সকাল থেকেই দূর-দূরান্ত থেকে আগত ভক্তরা সারিবদ্ধভাবে সাজ্জাদানশীন শাহছুফি মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল-হাছানী আল-মাইজভাণ্ডারী (ম.জি.আ.)-এর সঙ্গে সাক্ষাৎ করে দোয়া কামনা করেন।

আগত আশেকানরা দরবার শরীফের রওজা শরীফগুলো জেয়ারত করেন এবং মনোবাসনা পূরণের উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত, জিকির-আজকার ও মোনাজাতে মগ্ন থাকেন। পুরো সময়জুড়ে আইনশৃঙ্খলা রক্ষায় গাউছিয়া রহমান মঞ্জিল ও আশেকানে মাইজভাণ্ডারী এসোসিয়েশনের স্বেচ্ছাসেবকরা কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। ফলে বিপুল সংখ্যক ভক্তের উপস্থিতিতেও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সমাপনী দিনে মাইজভাণ্ডার শাহী ময়দানে আছরের নামাজ শেষে শাহছুফি মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল-মাইজভাণ্ডারী দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন। এ সময় শাহজাদা সৈয়দ নুরুল বশর আল-হাছানী আল-মাইজভাণ্ডারীসহ দরবারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খোশরোজ শরীফ সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক সংগঠনের পক্ষ থেকে উপজেলা প্রশাসন, থানা, হাইওয়ে পুলিশ, স্থানীয় জনগণ ও সকল ভক্ত-আশেকানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.