কুড়িগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভোগডাঙ্গা ইউনিয়ন কমিটিতে ফ্যাসিস্টের দোসর ও মাদক কারবারীদের স্থান দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ভোগডাঙা ইউনিয়ন বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা। নব কমিটিতে দ্রূত সংস্কার, পদ পরিবর্তন ও সুষ্ঠু শ্রেনি বিন্যাস করার দাবি জানান নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল শেষে সদর উপজেলা নির্বাহী কার্যালয়ে মঙ্গলবার ১৪ অক্টোবর বিকেলে প্রতিবাদ সভার আয়োজন করেন নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির আহবায়ক মো.মাহবুবুর রহমান,ভোগডাঙা ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মো. নৈমুদ্দিন সরকার, সাবেক সাধারন সম্পাদক মো. মোনাব আলী মেম্বার,সাবেক যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. জিল্লুর সরকার। ছাত্রলের সাবেক সভাপতি মো. আব্দুল মালেকসহ অন্যান্যরা।
বক্তব্যে বক্তারা বলেন, যাদের অত্যাচার, ভয়ে বিগত ফ্যাসিস্ট সরকারের সময় ঘর ছাড়া ছিলাম আজ তারাই আমাদের ইউনিয়ন বিএনপি’র নেতা।খুব দুঃখ হয়।যারা মাদক কারবারী তারাই এখন কমিটিতে স্থান পাচ্ছে।আমরা এর তীব্র নিন্দা জানাই।
সেই সাথে আমাদের ৪ দফা দাবী মেনে নেওয়ার আহবান জানিয়ে বক্তারা বলেন,এক যুগ্ম আহবায়ক মো. আব্দুল গণি ও দুই নং যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মালেকসহ মোট ৫ পাচজনকে সাইনিং পাওয়ার প্রদান করা। রাজনৈতিক ইতিহাস, শিক্ষাগত যোগ্যতা, ত্যাগী, পেশাগত যোগ্যতা ও ব্যক্তি কেন্দ্রিক গ্রহন যোগ্যতার উপর নির্ভর করে নতুন ভাবে পদবিন্যাস করা। বিগত দিনে হামলা মামলা ও নির্যাতনে স্বীকার বিএনপির আদর্শ পুষ্ট বাদ পড়া নেতা কর্মীদেরকে কমিটিতে অর্ন্তভুক্ত করা। বির্তকিত ব্যক্তি যেমন- মাদক কারবারী, মাদক মামলার আসামী, ছিনতাইকারীসহ পদধারী ফ্যাসিস্টদেরকে কমিটি থেকে সাময়িকভাবে অর্ন্তভুক্তি না করার দাবি জানান বক্তারা।
এ বিষয়ে সদর উপজেলা বিএনপির আহবায়ক মাহবুবার রহমান সাংবাদিকদের বলেন, আমরা অভিযোগ পেয়েছি বিষয়টি গুরত্বের সাথে দেখছি, দ্রূত সমাধানের চেষ্টা করা হবে।