× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

উপজেলা প্রশাসনের সংবাদ বয়কট

মো. তুহিন ফয়েজ, মতলব (চাঁদপুর)

১৫ অক্টোবর ২০২৫, ১৭:২২ পিএম

ছবি: সংগৃহীত।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় উপজেলা প্রশাসনের সকল সরকারি প্রোগ্রাম বয়কটের ঘোষণা দিয়েছেন স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ। সাংবাদিকরা অভিযোগ করেন, গত কয়েকটি গুরুত্বপূর্ণ দিবস ও সরকারি কর্মসূচি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজন করা হলেও স্থানীয় সংবাদকর্মীদের কোনো ধরনের আমন্ত্রণ বা অবহিত করা হয়নি।

এর মধ্যে রয়েছে জাতীয় শিক্ষক দিবস, বিশ্ব শিশু কন্যা দিবস, আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস, জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন এবং সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠান। উল্লেখিত প্রতিটি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি।

মতলব উত্তরের কর্মরত সাংবাদিকদের সংগঠনের নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সুযোগ না দিয়ে একের পর এক সরকারি প্রোগ্রাম আয়োজন করা হচ্ছে। গণমাধ্যমকে অবহেলা করা কোনোভাবেই প্রশাসনিক সৌজন্যের পরিচায়ক নয়। তাই উপজেলা প্রশাসনের সকল প্রোগ্রাম আমরা বয়কট করার সিদ্ধান্ত নিয়েছি।

একাধিক স্থানীয় সাংবাদিক নেতার মতে, প্রশাসনের সঙ্গে সাংবাদিকদের সুসম্পর্ক থাকা উচিত, তবে সেটি একতরফা আচরণের মাধ্যমে টিকে থাকতে পারে না। তারা আরও বলেন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর নিজেদের মতো করে অনুষ্ঠান করছে। কিন্তু সংবাদ প্রচারের জন্য যাদের সবচেয়ে বেশি প্রয়োজন, সেই সাংবাদিকদেরই জানানো হচ্ছে না। এটা দুঃখজনক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি এ বিষয়ে বলেন, যে দপ্তরের প্রোগ্রামগুলো হয়, সেগুলোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা সংশ্লিষ্ট সাংবাদিকদের জানান। আমার দপ্তরের কোনো অনুষ্ঠান হলে আমি নিজেই সাংবাদিকদের জানিয়ে থাকি। তবে কেউ যদি মনে করেন তাদের জানানো হয়নি, তাহলে ভবিষ্যতে বিষয়টি আরও খেয়াল রাখা হবে।

সাংবাদিক নেতৃবৃন্দ জানিয়েছেন, প্রশাসনের পক্ষ থেকে ইতিবাচক পদক্ষেপ না এলে তারা আগামী দিনগুলোতে উপজেলা প্রশাসনের সঙ্গে কোনো ধরনের আনুষ্ঠানিকতায় অংশ নেবেন না।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.