বিএডিসি বীজ ডিলারকে সার ডিলারে রূপান্তরিত করার দাবিতে মানববন্ধন করেছে রংপুর জোনের বিএডিসি বীজ ডিলাররা। বুধবার (১৫ অক্টোবর) সকালে নগরীর কাচারী বাজার এলাকায় কর্মসূচীতে বক্তব্য রাখেন, বিএডিসি বীজ ডিলার রংপুর জোনের আহ্বায়ক মোজাহারুল ইসলাম লেবু, যুগ্ম আহবায়ক রাশেদুল ইসলাম, সদস্য সচিব আকরাম হোসেনসহ রংপুর জোনের আওতাধীন রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম ও গাইবান্ধার বীজ ডিলাররা।
মানববন্ধন সমাবেশে বক্তারা বলেন, ২০১০ সালের নীতিমালা অনুযায়ী বীজ ডিলার এক বছর পর সার ডিলারে রুপান্তরিত হতে পারার কথা থাকলেও দীর্ঘ সময় ধরে তারা সারের ডিলারশীপ পাননি। বীজ ডিলাররা সারের ডিলারশীপ পেলে কৃষকরা একই জায়গা থেকে সার ও বীজ কিনতে পারবে এবং তারা উপকৃত হবে। পরে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করেন ডিলাররা।