× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শিক্ষার্থীদের শ্লীলতাহানির অভিযোগে বরখাস্ত অধ্যক্ষ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

১৫ অক্টোবর ২০২৫, ২০:২৬ পিএম

ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের শ্লীলতাহানিসহ উত্ত্যক্ত করার প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগকারী অধ্যক্ষ মো. আসলাম উদ্দিন ওরফে ড. আসলাম। এর ১৫ মাস পর নিজের পক্ষে লোকজন নিয়ে নতুন করে অনিয়ম তান্ত্রিকভাবে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহন করতে গেলে বিক্ষোভ প্রদর্শনসহ অধ্যক্ষকে শারিরিকভাবে লাঞ্ছিত করে কক্ষে কয়েক ঘন্টা অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। শ্রেনী কক্ষের বাহিরে কয়েকশত শিক্ষার্থী অবস্থান নিয়ে নৈতিক চরিত্র স্খলনকৃত অধ্যক্ষ আসলামের বিরুদ্ধে নানা রকম শ্লোগান দেয় শিক্ষার্থীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে অধ্যক্ষকে বিক্ষুদ্ধ ও উত্তেজিত শিক্ষার্থীদের নিকট থেকে উদ্ধার করে বাড়িতে পাঠানো হয়।

বুধবার (১৪ অক্টোবর)সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর পর্যন্ত পাবনার ঈশ্বরদী গালর্স স্কুল এন্ড কলেজে এই ঘটনা ঘটে।

শিক্ষার্থীদের অভিযোগ তাদের অধ্যক্ষ আসলাম উদ্দিন দীর্ঘদিন ধরে নানা অজুহাতে শিক্ষার্থীদের শ্লীলতাহানি করে আসছিল। অবশেষে ১০ শ্রেণীর এক শিক্ষার্থী ও তার পরিবার অধ্যক্ষ আসলাম উদ্দিনের বিরুদ্ধে বিদ্যালয়ের পরিচালনা কমিটির নিকট লিখিত অভিযোগ দায়ের করে। কিন্তু তৎকালিন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতিসহ সদস্যরা আওয়ামীলীগ নেতা হওয়ায় তাদের ম্যানেজ করে বহাল থাকে অধ্যক্ষ আসলাম উদ্দিন। এমনকি বিদ্যালয় পরিচালনা কমিটিতে এক নারীকে সদস্য বানিয়ে তার সঙ্গেও অনৈতিক কর্মকান্ড চালিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন করেন। এসব বিষয় জানাজানি হলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। অবশেষে ৫ আগষ্টের পর শিক্ষার্থীদের দাবীতে দাবীর মুখে অধ্যক্ষের পদ থেকে পদত্যাগ করে অধ্যক্ষ আসলাম উদ্দিন।

ঈশ্বরদী গালর্স স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন জানান, শিক্ষার্থীদের শ্লীলতাহানিসহ নানা রকম অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে শিক্ষার্থীদের দাবী মুখে পদত্যাগ করে অধ্যক্ষ আসলাম উদ্দিন। দীর্ঘ ১৫ মাস পর হঠাৎ করে আজ সকালে শিক্ষা প্রতিষ্ঠানে এসে আসলাম উদ্দিন অধ্যক্ষের চেয়ারে বসেন। বিষয়টি শিক্ষার্থীরা জানতে পেরে উত্তেজিত হয়ে অধ্যক্ষকে লাঞ্ছিত করে কক্ষে অবরোধ করে রেখে বিক্ষোভ প্রদর্শন করে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের একাডেমিক সুপার ভাইজার মো. আরিফুল ইসলাম জানান, সম্পুর্ন অনিয়ম তান্ত্রিকভাবে আসলাম উদ্দিন বহিরাগত লোজন নিয়ে অধ্যক্ষ হিসেবে যোগদান করতে গেলে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে। পরে প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরারা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট গিয়ে নিরাপত্তা দাবী করেন। ইউএনও মহাদয়ের নির্দেশে তারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ঈশ্বরদী গালর্স স্কুল এন্ড কলেজ থেকে পদত্যাগকারী অভিযুক্ত অধ্যক্ষ আসলাম হোসেন জানান, তার বিরুদ্ধে শিক্ষার্থীদের দায়ের করা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। ৫ আগষ্টের পর কিছু শিক্ষার্থী মব সৃষ্টি করে অবৈধভাবে তাকে পদত্যাগ করিয়েছে। এই ব্যাপারে উচ্চ আদালতে মামলা চলমান রয়েছে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.