× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মৌলভীবাজারে হসপিটাল-ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন এর কমিটি গঠন

মো. আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার

১৫ অক্টোবর ২০২৫, ২১:০৩ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

সভাপতি ডা. ইয়াহইয়া, সম্পাদক ইমরান

মৌলভীবাজার জেলার বেসরকারী স্বাস্থ্য সেবা খাতের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। 

মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় এসোসিয়েশনের আহবায়ক মুহাম্মদ ইউসুফ আলী ও সদস্য সচিব সাইফুল ইসলাম টুটুল এর যৌথ স্বাক্ষরে ঘোষণা করা হয় ৪৩ সদস্য বিশিষ্ট নবগঠিত জেলা কমিটি।    

কমিটিতে এসোসিয়েশনের সকল সদস্যদের মতামতের ভিত্তিতে গরিবের ডাক্তার খ্যাত শিশু চিকিৎসক ডা. মোহাম্মদ ইয়াহইয়া-কে সভাপতি ও লাইফ কেয়ার হাসপাতালের পরিচালক ও বেসরকারী স্বাস্থ্যখাতের অন্যতম উদ্যেক্তা মো: ইমরান কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।  

এর আগে গত মঙ্গলবার বিকালে শহরের শ্রীমঙ্গল সড়কের জামান কমপ্লেক্সে আনুষ্ঠানিক সভার মাধ্যমে ঘোষণা করা হয় সংগঠনের সভাপতি,সহসভাপতি ও সাধারণ সম্পাদক সহ পুর্ণাঙ্গ কমিটির সদস্যদের নাম। ঘোষিত কমিটিতে রাজনীতিবীদ, চিকিৎসক ও স্বাস্থ্য খাতের ব্যবসায়ীদের সমন্বয়ে ৯ সদস্য বিশিষ্ট উপদেষ্ঠা পরিষদ গঠন করা হয়। 

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন জেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি ডা. মোহাম্মদ ইয়াহইয়া এক প্রতিক্রিয়ায় বলেন, নতুন দ্বায়িত্ব পেয়েছি। জেলার বেসরকারী স্বাস্থ্য সেবা খাতকে একটি শিল্প মনে করি। এই খাতকে নিয়ে সামনে অনেক পরিকল্পনা রয়েছে আমাদের। বিশেষ করে সাধারণ মানুষের বিশ্বাসযোগ্য আস্থা ফেরাতে আমরা কাজ করব।   

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পাওয়া মো. ইমরান আহমেদ বলেন, আমরা জেলার বেসরকারী স্বাস্থ্য সেবা খাতের উন্নয়নে নতুন নতুন পরিকল্পনা গ্রহণের মধ্যদিয়ে সাধারণ মানুষের জন্য বেসরকারী স্বাস্থ্য সেবা খাতকে আরো সহজলভ্য হিসেবে গড়ে তুলতে চেষ্টা করব। বিশেষ করে এই খাতে শৃঙ্খলা ফেরানোই হবে আমাদের মূল চ্যালেঞ্জ। এর জন্যই পুরো জেলার সব হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারকে একই প্লাটফর্মে নিয়ে আসা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.