× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নড়াইলে সাবেক এমপি আ’লীগ নেতা জামিন নামঞ্জুর

নড়াইল প্রতিনিধি

১৫ অক্টোবর ২০২৫, ২১:১৩ পিএম । আপডেটঃ ১৫ অক্টোবর ২০২৫, ২১:১৪ পিএম

ছবি: সংগৃহীত।

নড়াইলের কালিয়া ও নড়াগাতী এলাকায় নাশকতার ৪টি মামলায় নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য আ’লীগ নেতা কবিরুল হক মুক্তির জামিন নামঞ্জুর করে আদালতে প্রেরণ করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০ টার দিকে কালিয়া থানার ২টি নাশকতা মামলায় মুক্তিকে প্রথমে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেয়া হয়। আদালতের বিচারক রত্না সাহা তার জামিন নামঞ্জুর করেন। এরপর নড়াগাতী থানায় দায়েরকৃত আরো ২টি নাশকতা মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতে নেয়া হয়। এই আদালতেও জামিন না মঞ্জুর করে মুক্তিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক মারুফ হাসান। আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ওমর ফারুক। বুধবার সকাল ৯টার পরপরই কড়া পুলিশি নিরাপত্তার মধ্যদিয়ে মুক্তিকে নড়াইলের আদালতে আনা হয়। এ সময় আদালত চত্ত্বরের সার্বিক পরিবেশ ছিল শান্ত।

প্রসঙ্গত, গত ২৪ সেপ্টেম্বর রাতে ঢাকার গুলশানের নিকেতন এলাকা থেকে কবিরুল হক মুক্তিকে গ্রেফতার করে পুলিশ। রাজধানীর গুলশান থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতারের পর গত ২৫ সেপ্টেম্বর মুক্তির ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ। 

এর আগে সাবেক এমপি মুক্তি ও তার স্ত্রী চন্দনা হক এর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) দুর্নীতির মামলা করেছে । কবিরুল হক মুক্তি নড়াইল-১ আসন থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.