× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

২৬ পদের ২৪টিতে শিবিরের জয়

চট্টগ্রাম ব্যুরো

১৬ অক্টোবর ২০২৫, ১২:১১ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ইতিহাস গড়ে ভূমিধস জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’। কেন্দ্রীয় সংসদের মোট ২৬টি পদের মধ্যে ২৪টিতেই জয় পেয়েছেন তাদের প্রার্থীরা। বাকি দুটি পদে একটি জয় পেয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল, এবং অপরটি ‘বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের প্রার্থী দখল করেছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোর ৪টার দিকে ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার।

ভিপি পদে শিবির সমর্থিত ইব্রাহিম হোসেন রনি ৭,৯৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন ৪,৩৭৪ ভোট।

জিএস পদে শিবির-সমর্থিত সাঈদ বিন হাবিব ৮,০৩১ ভোটে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের শাফায়েত হোসেন পেয়েছেন ২,৭১৪ ভোট।

একমাত্র ব্যতিক্রম ঘটে এজিএস পদে, যেখানে জয়ী হয়েছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী আইয়ুবুর রহমান তাওফিক। তিনি ৭,০১৪ ভোট পেয়ে শিবির প্রার্থী সাজ্জাত হোছন মুন্নাকে (৫,০৪৫ ভোট) পরাজিত করেন।

অন্যান্য পদে বিজয়ীরা হচ্ছেন-

খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক: মোহাম্মদ শাওন; সহ-খেলাধুলা সম্পাদক: তামান্না মাহবুব প্রীতি (বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য); সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক: হারেজ মাতব্বর; সহ-সম্পাদক: জিহাদ হোসাইন; দপ্তর সম্পাদক: আব্দুল্লাহ আল নোমান (৩,২৫৮ ভোট) ও প্রতিদ্বন্দ্বী তাহসান হাবিব (৩,২৩৬ ভোট); সহ-দপ্তর সম্পাদক: জান্নাতুল আদন নুসরাত; ছাত্রী কল্যাণ সম্পাদক: নাহিমা আক্তার দ্বীপা; সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক: জান্নাতুল ফেরদৌস রিতা; বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক: মো. মাহবুবুর রহমান; গবেষণা ও উদ্ভাবন সম্পাদক: তানভীর আঞ্জুম শোভন; সমাজসেবা ও পরিবেশ সম্পাদক: তাহসিনা রহমান; স্বাস্থ্য সম্পাদক: আফনান হোসাইন ইমরান; মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: মো. মোনায়েম শরীফ; ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক: মেহেদী হাসান সোহান; যোগাযোগ ও আবাসন সম্পাদক: মো. ইসহাক ভূঞা; সহ-যোগাযোগ সম্পাদক: ওবায়দুল সালমান; আইন ও মানবাধিকার সম্পাদক: ফজলে রাব্বি তৌহিদ; পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক: মাসুম বিল্লাহ।

নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন- জান্নাতুল ফেরদৌস সানজিদা, আদনান শরীফ, আকাশ দাশ, সালমান ফারসী এবং মো. সোহানুর রহমান।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.