× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রকৃতি ও মানুষের সহাবস্থানের এক অনন্য উদ্যোগ

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি

১৬ অক্টোবর ২০২৫, ১২:২১ পিএম

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা চত্বরে গড়ে উঠেছে ‘পাখি কলোনি’। উপজেলা প্রশাসনের উদ্যোগে গাছের ডালে ডালে বাঁধা হচ্ছে মাটির হাড়ি, পুকুরে বসানো হয়েছে পাখিদের বিশ্রামের আড়ানী। উদ্দেশ্য একটাই-প্রকৃতির পরম সঙ্গী পাখির জন্য নিরাপদ আশ্রয় ও খাদ্যের নিশ্চয়তা সৃষ্টি করা। শরতের হিমেল হাওয়া ও নরম আলোয় এখন উপজেলা চত্বর মুখর পাখির কূজনে। দীর্ঘদিন পর যেন ফিরে পেয়েছে প্রকৃতির নিজস্ব ছন্দ, প্রাণ ফিরে পেয়েছে পরিবেশের হৃদস্পন্দন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদুর রহমান বলেন, পাখি কৃষির নীরব সহযোগী। তারা মাঠের ক্ষতিকর পোকার শত্রু। এই উদ্যোগ শুধু পরিবেশ নয়, কৃষি ও জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষায়ও ইতিবাচক ভূমিকা রাখবে।

উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা পলাশ চন্দ্র বলেন, পাখি পরিবেশের এক অদৃশ্য রক্ষাকবচ। ক্ষেতলালের এই উদ্যোগ আমাদের প্রকৃতি সংরক্ষণ প্রচেষ্টায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে।

স্থানীয় পরিবেশকর্মী এম রাসেল আহমেদ বলেন, যেখানে মানুষ পাখি তাড়ায়, সেখানে তাদের জন্য ঘর বানানো হচ্ছে। এটি শুধু পরিবেশ প্রকল্প নয়, এটি সহানুভূতির প্রতীক। পাখি বাঁচলে প্রকৃতি বাঁচবে, আর প্রকৃতি বাঁচলেই মানুষ টিকে থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, পাখি প্রকৃতির প্রাণ, আর প্রকৃতি মানেই জীবন। আমরা এমন একটি পরিবেশ গড়ে তুলতে চাই যেখানে মানুষ, গাছ ও পাখি একসঙ্গে টিকে থাকবে। ক্ষেতলাল উপজেলা চত্বরে এই উদ্যোগ শুধু পাখিদের আশ্রয় নয়, এটি প্রকৃতি ও পরিবেশের প্রতি আমাদের নৈতিক দায়বদ্ধতার প্রতীক।

তিনি আরও বলেন, পাখির কূজনের মধ্যেই আমরা প্রকৃতির হাসি শুনতে চাই- একটি মানবিক, প্রাণবন্ত ও সবুজ পৃথিবীর প্রত্যাশায়।

এখন ক্ষেতলাল উপজেলা চত্বরে মাটির হাড়িতে বাসা বাঁধবে শালিক, দোয়েল, বাবুই, টুনটুনি সহ নানা প্রজাতির দেশীয় পাখি। পুকুরের নিস্তরঙ্গ জলে ভাসছে আড়ানী, ঝিকমিক করছে রোদে মাছের খেলা।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.