× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

যুবদলের ২ পক্ষের সংঘর্ষ, আহত ১৩

মাহমুদুর রহমান মনজু, লক্ষীপুর

১৬ অক্টোবর ২০২৫, ১৩:০৯ পিএম

ছবি: সংগৃহীত।

আধিপত্য বিস্তার ও কমিটি নিয়ে লক্ষ্মীপুরে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ওয়ার্ড যুবদল সভাপতি প্রার্থী জাহাঙ্গীর আলমসহ তিনজনের অবস্থায় আশঙ্কাজনক।

গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মটকা মসজিদ এলাকায় সভাপতি প্রার্থী তারেক হোসেন ও জাহাঙ্গীর আলম পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়। এ নিয়ে দু-পক্ষের মধ্যে উত্তেজনা রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও দলীয় কর্মীরা জানায়, দীর্ঘদিন ধরে আধিপত্যা বিস্তার, ওয়ার্ড যুবদলের কমিটি নিয়ে ও ঝুমুর এলাকায় বাসকাউন্টার নিয়ে তারেক হোসেন ও জাহাঙ্গীর আলম পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যার পর থেকে দু-পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও উত্তেজনা দেখা দেয়। এরপর পৌর শহরের মটকা মসজিদ এলাকায় দু-পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে ১০ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি প্রার্থী জাহাঙ্গীর আলম, তারেক হোসেন, সাধারণ সম্পাদক প্রার্থী মেহেদী হাসান শিপু, যুবদল কর্মী কামাল হোসেন, জামাল হোসেন, রাহাত হোসেন, দুখু মিয়া ও নান্নুসহ অন্তত ১৬ জন আহত হয়েছেন।

তবে জেলা যুবদলের সভাপতি আবদুল আলীম হুমায়ুন ও সাধারণ সম্পাদক রশিদুল হাসান লিংকন বলেন, ওয়ার্ড যুবদলের সভাপতি প্রার্থী নিয়ে এই ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.