× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সারাদেশে হাত ধোয়া দিবস পালিত

নিউজ ডেস্ক

১৬ অক্টোবর ২০২৫, ১৩:৪৬ পিএম । আপডেটঃ ১৬ অক্টোবর ২০২৫, ১৩:৪৯ পিএম

ছবি: সংগৃহীত।

হাত ধোয়া হতে পারে ছোট অভ্যাস, কিন্তু এটি বড় সুরক্ষা। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, হাত ধোয়া একটি সাধারণ অথচ কার্যকর প্রতিরোধ ব্যবস্থা। পরিষ্কার পানি ও সাবান ব্যবহার করে অন্তত ২০ সেকেন্ড ধরে হাত ধুলে জীবাণুর সংক্রমণ অনেকাংশে রোধ করা সম্ভব। 

চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, সঠিক উপায়ে হাত ধোয়ার অভ্যাস নিউমোনিয়া, আমাশয়, টাইফয়েড, জন্ডিস, কৃমির মতো ৫টি সংক্রমণ রোগ থেকে বাঁচার জন্য প্রতিরোধ ব্যবস্থা হিসাবে কাজ করে। শিশুদের বিদ্যালয়ে টয়লেট ব্যবহারের পর ও খাবার খাওয়ার আগে হাত ধোয়ার সাবান ব্যবহারের সুবিধা থাকলে তাদের বিকাশ দ্রুত হয়। স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ও স্বাস্থ্য ব্যবস্থাপনায় সঠিক উপায়ে হাত ধোয়ার বিষয়টি অপরিহার্য। আমাদের প্রতিনিধিরা হাত ধোয়া দিবসের সংবাদ পাঠিয়েছেন। তাদের পাঠানো সংবাদ

উচ্চপ্রু মারমা, রাজস্থলী (রাঙামাটি) জানান, ‘হাত ধোয়ার নায়ক হন’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির রাজস্থলীতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়েছে। গত বুধবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়, যা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জনস্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা আকাশ দেব বর্মণের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান খান।

সভায় প্রধান অতিথির হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান খান বলেন,“বর্তমান সময়ে ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্নতার গুরুত্ব অনস্বীকার্য। হাত ধোয়া কেবল একটি সাধারণ অভ্যাস নয়, এটি রোগ প্রতিরোধের অন্যতম কার্যকর উপায়। সঠিকভাবে হাত ধোয়ার মাধ্যমে ডায়রিয়া, নিউমোনিয়া ও অন্যান্য সংক্রামক রোগ থেকে আমরা নিজেদের এবং আমাদের পরিবারকে নিরাপদ রাখতে পারি। আজকের প্রতিপাদ্যের আলোকে আমাদের সকলেরই উচিত নিজে সচেতন হওয়া এবং অন্যদেরও হাত ধোয়ার অভ্যাসে উদ্বুদ্ধ করা— তাহলেই আমরা সত্যিকার অর্থে ‘হাত ধোয়ার নায়ক’ হতে পারবো।”

তিনি আরও বলেন, “শিশুদের মধ্যে সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে পারলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং তারা একটি সুস্থ, সুন্দর ভবিষ্যতের পথে এগিয়ে যাবে। জনস্বাস্থ্য সুরক্ষায় এই অভ্যাসকে দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে গড়ে তোলা এখন সময়ের দাবি।”

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি জানান, এবারের প্রতিপাদ্য ‘হাত ধোয়ার নায়ক হোন’ এই প্রতিপাদ্যর মধ্য দিয়ে নাটোরের বড়াইগ্রামে জাতীয় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১ টার সময় উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের উদ্যোগে শোভাযাত্রা বের হয়।

পরবর্তীতে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ভারপ্রাপ্ত ইউএনও, সহকারী কমিশনার জুবায়ের জাহাঙ্গীর এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মুরাদ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা খাদ্য কর্মকর্তা ডালিম, উপজেলা সমবায় কর্মকর্তা আমজাদ হোসেন, উপজেলা পাট কর্মকর্তা মমিনুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা সৈকত হোসেন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মাঝে হাত ধোয়া সামগ্রী বিতরণ করা হয় ও শিক্ষার্থীদের হাত ধোয়ার ওরিয়েন্টেশন প্রদান করা হয়।

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে বুধবার সকালে উপজেলা পরিষদের সামনে শোভাযাত্রা বের হয়। পরে হাত ধোয়া প্রদর্শনীতে পৌর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাত ধোয়ার পদ্ধতি শিখানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ত্রিশাল থানার ওসি মোবারক হোসেন, ত্রিশাল সরকারি নজরুল একাডেমির প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মেকানিক্যাল সুপারভাইজার রফিকুল ইসলাম প্রমূখ।

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি জানান,  রামপালে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও হাতধোয়া মোহড়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে গত বুধবার সকাল ১০ টায় উপজেলা চত্তর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. ইমরান হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফরহাদ আলী, পিআইও জি, এম সাইফুল ইসলাম, উপজেলা আইসিটি কর্মকর্তা রনিক হালদার প্রমুখ। অনুষ্ঠান শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে হাতধোয়া মহড়া অনুষ্ঠিত হয়। 

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, সীতাকুণ্ডে আন্তর্জাতিক হাত ধোঁয়া দিবস উদযাপন করা হয়েছে। সকাল ১১ টায় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী প্রনবেশ মহাজন, উপজেলা প্রকৌশলী আলমগীর বাদশা, সমাজ সেবা কর্মকর্তা লুৎফর নেচা বেগম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো ফারুক আহমেদ, বেন বেইজ বেগম প্রোগ্রামার সুলতানা রাজিয়া।  অনুষ্ঠানে শিক্ষার্থীদের দ্বারা হাত ধোঁয়ার উপর কৌশল পর্দশন করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.