× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বৈষম্যের অবসান চান মৌলভীবাজারবাসী, মহাসড়ক উন্নয়নে ৪ দফা

মো. আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার

১৬ অক্টোবর ২০২৫, ১৫:৪৯ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

ফ্যাসিস্ট আওয়ামীলীগ আমলে উন্নয়নের নামে লুটপাট আর নেতাদের লম্বা বুলি ছাড়া কিছুই পায়নি মৌলভীবাজার জেলার মানুষ। উন্নয়নে পিছিয়ে পড়া এই জনপদের অধিকাংশ রাস্তাঘাটের বেহাল অবস্থা দীর্ঘদিনের। বর্তমানে জেলা সদরের গ্রামীণ অধিকাংশ সড়কগুলো যান চলাচলের অযোগ্য হয়ে পড়ছে। এতে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের। কিন্তু প্রতিকার চাওয়ার কেউ নেই। 

ইতিমধ্যে ঢাকাগামী দূরপাল্লার বাসে যাতায়াতের ক্ষেত্রে যাত্রীদের ভয়ের অন্যতম কারণ হচ্ছে দীর্ঘ যানজট। গুরুত্বপূর্ণ ঢাকা-সিলেট এ মহাসড়কটির বেহাল অবস্থার কারণে অন্তত ৫ কিলোমিটারের যানজট সৃষ্টি হয়। ৫ ঘন্টার যাত্রাপথ কখনো কখনো ১৫ থেকে ১৬ ঘন্টা লেগে যাচ্ছে। তবে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের পর কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়ায় এখন কিছুটা উন্নতি হয়েছে। কমেছে যানজট। স্বস্তি ফিরেছে যাত্রীদের, দুর্ভোগের হয়েছে সাময়িক অবসান। 

তবে চাপ বাড়ছে ট্রেন ভ্রমণে। টিকেট কালো বাজারি সিন্ডিকেটের কারণে ট্রেনের টিকিটও এখন সোনার হরিণ। সব মিলিয়ে এ অঞ্চলের মানুষের ধারণা অর্šÍবর্তী সরকার মৌলভীবাজার সহ পুরো সিলেটের জনগণের সাথে উন্নয়ন বৈষম্য করছে। এসব কারণে নাগরিক সমাজে বাড়ছে ক্ষোভ আর হতাশা। তারা চান উন্নয়ন বৈষম্য‘র অবসান। ইতিমধ্যে সাধারণের ক্ষোভের আগুণ সড়কে নেমে এসেছে। বাড়ছে জনমতও। হচ্ছে মানববন্ধন ও প্রতিবাদও।  

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার শহরের চৌমুহনায় সাধারণ জনগণের ব্যাপক উপস্থিতিতে সর্বদলীয় ইসলামী সংগ্রাম পরিষদের ব্যানারে হবিগঞ্জের মিরপুর, মৌলভীবাজার থেকে ফেঞ্চুগঞ্জ হয়ে সিলেট মহাসড়ক চার লেনে উন্নীত করা, ঢাকা-সিলেট মহাসড়কের সংস্কার কাজ দ্রুত সম্পন্ন,শমেশরনগর বিমানবন্দর দ্রুত চালু,মৌলভীবাজারবাসীর জন্য রেল ও বিমানের টিকিট বৈষম্য দূর করা সহ চার দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। 

সর্বদলীয় ইসলামী সংগ্রাম পরিষদের আহবায়ক ও খেলাফত মজলিস এর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মাওলানা আহমদ বিলাল এর সভাপতিত্বে ও যুগ্ম সচিব এম মুহিবুর রহমান মুহিব এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি  খালেদ চৌধুরী,  প্রবীন আলেম আলেম মাওলানা জামিল আনসারী,  সমাজসেবক সিরাজ সিদ্দিকী, সংগ্রাম পরিষদের সদস্য সচিব হাফিজ মাওলানা আলাউর রহমান টিপু, জাতীয় ইমাম সমিতি মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হিফজুর রহমান ফুয়াদ সহ সর্বদলীয় ইসলামী সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ। 

মানববন্ধনে মাওলানা আহমদ বিলাল বলেন দেশের অর্থনীতিতে আমাদের অবদান আছে। সবদিকে আমরা এগিয়ে আছি। আমাদের প্রতি সরকার উন্নয়ন বৈষম্য করছে। এর অবসান প্রয়োজন। ২৪ এর ৫ আগস্ট ছাত্র-জনতা তাদের রক্ত দিয়েছে বিষম্য‘র বিরুদ্ধে,কবর রচনা করেছে স্বৈরাচারের। আমাদের দাবি হচ্ছে অবিলম্বে ঢাকা-সিলেট মহাসড়ক চারলেনে উন্নীত সহ দ্রুত সংস্কার কাজ সম্পন্ন করতে হবে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.