× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভেজাল টিএসপি সার ধ্বংস করলো প্রশাসন

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম

১৬ অক্টোবর ২০২৫, ১৮:০১ পিএম । আপডেটঃ ১৬ অক্টোবর ২০২৫, ১৮:০২ পিএম

ছবি: সংগৃহীত।

উলিপুর উপজেলায় ভেজাল ৬১৪ বস্তা টিএসপি সার ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৫ অক্টোবর)  পৌরসভার ডাম্পিং সাইটে এসব সার ধ্বংস করা হয়।

জানা গেছে, উলিপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের ভেজালবিরোধী নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে উপজেলার থেতরাই ইউনিয়নের থেতরাই বাজারে অভিযান চালানো হয়। এ সময় ভাই ভাই ট্রেডার্সের গোডাউনে ভেজাল সার ১৩৫ বস্তা, দোকানের সামনে থাকা আরও ২৮৩ বস্তা জব্দ করা হয়।এ ছাড়া ভাই ভাই ট্রেডার্স নামের আরেকটি ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউন থেকে ১৯৬ বস্তা ভেজাল টিএসপি সার জব্দ করে উপজেলা প্রশাসন। এ ঘটনায় দোকান দুটির সার বিক্রির লাইসেন্স স্থগিত করা হয়েছে।

অন্যদিকে বাসাবাড়িতে বিভিন্ন কোম্পানির মোড়কে তাদের নিজস্ব তৈরি নকল সার ও প্যাকেজিং সার বিক্রির অপরাধে সিদ্দিকুর রহমানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা সাংবাদিকদের  বলেন, জব্দ করা ভেজাল ৬১৪ বস্তা টিএসপি সার ধ্বংস করা হয়েছে। অবৈধ ভেজাল সার অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে উপস্থিত ছিলেন- পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের পরিদর্শক আসিফ শাহরিয়ার, উলিপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোশারফ হোসেন, উলিপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আফরোজা পারভীন বিফা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোস্তফা কামাল, শাহেদুর রহমান, সওকত আলী, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তপন কুমার সিংহ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.