সুনাসমগঞ্জ-৪ আসনে জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এড. নুরুল ইসলাম নুরুলকে প্রার্থী করার দাবিতে জেলা মহিলা বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদি মহিলা দল সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের পুরাতন বাসস্ট্রেশন এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
মহিলা দল সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি লুৎফা আনোয়ারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এ্যাডভোকেট হাফেজা ফেরদৌস লিপনের সঞ্চালনায় ৩১ দফার লিফলেট বিতরণ ও নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সকল ধর্মের মানুষের সমধিকার প্রতিষ্ঠা করে নারীদের শিক্ষার গুনগত মান উন্নয়নে বিএনপির সরকার কাজ করেছে। আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপি জনগনের ভোটে আগামীতে ক্ষমতায় আসলে দেশে সকল নারীদের জন্য ফ্যামিলি কার্ড করে দিবেন এবং বয়স্ক ও বৃদ্ধ নারীদের বিধবা ভাতা বয়স্কভাতা সহ সকল ধরনের সুযোগ করে দিতে দেশের জনগনের মাঝে আমরা বিএনপির কর্মী হিসেব ৩১ দফা কার্যক্রমের লিফলেট বিতরণ করছি।
তিনি আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে উপস্থিত হাজাঁরো নারী সমাজের প্রতি আহবান জানান। পরে নারীদের একটি মিছিল বিশাল মিছিল পুরাতন বাসস্ট্রেশন থেকে শুরু শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্রেশনে এসে শেষ হয়।