ছবি: সংগৃহীত।
কিশোরগঞ্জের ভৈরবে মসজিদের মুয়াজ্জিনের বিরুদ্ধে সাড়ে ৬ বছরের শিশু যৌন হয়রানি শিকার হয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে মসজিদের মুয়াজ্জিন পরিবারসহ পলাতক রয়েছে। ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) সকালে শিশুটির মা সাংবাদিকদের যৌন হয়রানির বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযোগটি উঠেছে পৌর শহরের গাছতলা ঘাট এলাকার সরকারি হাজি আসমত কলেজের পিছনে চাঁন মিয়া সরকারের বাড়ির বাইতুল আমান জামে মসজিদের মুয়াজ্জিন আব্দুল কুদ্দুস (৫৫) এর বিরুদ্ধে।
ভুক্তভোগী শিশুটির পৈতৃক বাড়ি উপজেলার শিবপুর ইউনিয়নের জামালপুর গ্রামে। শিশুটির বাবা দীর্ঘদিন যাবৎ পরিবার নিয়ে গাছতলা ঘাট এলাকায় ভাড়ায় থাকছেন। জীবিকা তাগিদে শিশুটির বাবা ঢাকা কাজ করেন।
শিশুটির মা জানান, গত দুইদিন যাবত শিশুটি আরবি পড়তে বাড়ির পাশে মসজিদে যেতে চাচ্ছিলো না। এতে মায়ের সন্দেহ হলে শিশুটির মাধ্যমে জানতে পারে বেশ কয়েকদিন যাবত শিশুটিকে যৌন হয়রানি করছে মসজিদের মুয়াজ্জিন আব্দুল কুদ্দুস। পরে বিষয়টি শিশুটির বাবাকে জানলে তিনি ঢাকা থেকে ১৪ অক্টোবর বাড়ি এসে রাতে মসজিদ কমিটিকে বিষয়টি অবগত করেন।
পরে মসজিদ কমিটির সদস্যরা ১৫ অক্টোবর সকালে মুয়াজ্জিনকে বিষয়টি জিজ্ঞাসা করতে গেলে মসজিদ ও বাসাটি তালাবদ্ধ পায়। এদিকে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার জন্য তাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শিশুটির মায়ের দাবি, আর যেন কোন শিশুর সাথে এমন ঘটনা না ঘটতে পারে দ্রুত লম্পট মুয়াজ্জিনকে যেন আইনের আওতায় আনা হয়। তিনি মুয়াজ্জিন আব্দুল কুদ্দুসের বিচার দাবি জানান।
এ বিষয়ে বাইতুল আমান জামে মসজিদের সেক্রেটারি মোস্তাফিজুর রহমান বলেন, দুঃখজনক একটি ঘটনা ঘটলো শিশুটির সাথে। শিশুটির পরিবারের কাছে অভিযোগটি জেনে ১৫ অক্টোবর সকালে মুয়াজ্জিনকে ডাকতে গেলে মসজিদ ও মুয়াজ্জিনের বাসাটি তালাবদ্ধ পাওয়া যায়। মুয়াজ্জিন আব্দুল কুদ্দুস ১৫ বছর যাবৎ আমাদের মসজিদে মুয়াজ্জিন ও ইমামের দায়িত্ব পালন করছেন।
গাছতলা ঘাট এলাকায় প্রবাসী হীরা মিয়ার বাড়িতে পরিবার নিয়ে ভাড়ায় থাকতেন। আব্দুল কুদ্দুসের বাড়ি জেলার বাজিতপুরে। আমরা মসজিদ কমিটির সবাই শিশু যৌন হয়রানির বিষয়টি শুনে মর্মাহত। আমরা চাই মুয়াজ্জিনকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। বিচার পেতে শিশুটির পরিবারকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।
এদিকে শিশুটি যৌন হয়রানির বিষয়টি শুনেছেন বলেন জানিয়েছেন ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুহাদ রুহানি। তিনি বলেন, বিষয়টি জানার পর পুলিশ তদারকি করছে। যদিও এখনো পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত আব্দুল কুদ্দুসের নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh