ছবি: সংগৃহীত।
চাঁদপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তানভীর হুদা বলেছেন, বাংলাদেশের সাধারণ মানুষের দল হচ্ছে বিএনপি। মা-বোনদের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসাই বিএনপির মূল শক্তি। তিনি বলেন, আপনাদের আত্মীয়-স্বজন যারা আছেন, সকলের কাছে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম পৌঁছে দেবেন। ইতিমধ্যেই বিএনপি মহিলা দলের নেত্রীরা ধানের শীষের সালাম ও তারেক রহমানের ৩১ দফা দাবি লিফলেট আকারে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন। আশা করছি মতলবের প্রতিটি ঘরে ঘরে এই লিফলেট যথাসময়ে পৌঁছে যাবে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে মতলব উত্তর উপজেলার সাদুল্ল্যাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চান্দ্রাকান্দি ভূঁইয়া বাড়িতে আয়োজিত বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তানভীর হুদা বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, ডিসেম্বরে তফসিল ঘোষণা, দেশ এখন নির্বাচনের পথে ধাবিত হচ্ছে। বিএনপি নেতাকর্মীরা মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনের জন্য ঘরে ঘরে ছুটে যাচ্ছে। বিএনপি বিশ্বাস করে মানুষের ভোট ও সমর্থনের ওপর নির্ভর করে। আমরা যদি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে পারি, তবে বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাব।
তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় মানুষ ভোট দিতে পারেনি। তাদের ভোট অধিকার হরণ করা হয়েছিল, দিনের ভোট রাতে দেওয়া হয়েছে। মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য বিএনপির হাজারো নেতাকর্মী হামলা, মামলা, হত্যা ও গুমের শিকার হয়েছে। সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার।
তানভীর হুদা বলেন, ২০১৮ সালে মিথ্যা মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে পাঠানো হয়, তার চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি। অথচ আওয়ামী লীগের খুনের আসামিরাও জামিনে ঘুরে বেড়াচ্ছে। আমাদের নেত্রীকে বিদেশে চিকিৎসার সুযোগও দেওয়া হয়নি, উদ্দেশ্য ছিল জেলে রেখে তাকে মেরে ফেলা। তারেক রহমানকেও নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যার চেষ্টা করা হয়েছিল। কিন্তু কোটি মানুষের দোয়া ও আল্লাহর রহমতে তারা আজও বেঁচে আছেন।
তিনি আরও বলেন, যারা আমার নেতা তারেক রহমানের ওপর অত্যাচার করেছিল, তারা আজ ঘৃণিত ও নিষিদ্ধ দলে পরিণত হয়েছে। আওয়ামী লীগের ওপর মানুষের আস্থা উঠে গেছে, কারণ তারা মানুষের জন্য কাজ না করে লুটপাট, মামলা ও দখলবাজিতে লিপ্ত ছিল।
বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে তানভীর হুদা বলেন, মানুষের মন জয় করতে হলে মানুষের কাছে যেতে হবে, তাদের সমস্যা শুনতে হবে। দলের কোনো বাহাদুরি, চাঁদাবাজি বা দখলদারিত্ব চলবে না। মানুষের ভালোবাসাই হবে বিএনপির আসল শক্তি।
সাদুল্ল্যাপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এই উঠান বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি আরশাদ বেপারী। সঞ্চালনা করেন সাবেক ছাত্রদল নেতা নাজমুল হাসান প্রধান।
বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য আলাউদ্দিন খান, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম মিয়াজী, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মজিবুর রহমান বেপারী, ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি জসিম উদ্দিন, উপজেলা বিএনপি নেতা রিয়াজ উদ্দিন রিয়াজ ও ইউনিয়ন কৃষক দলের সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন ছেংগারচর পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজী, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মোল্লা, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজী, জেলা ছাত্রদলের সাবেক সদস্য আফসার উদ্দিন খান, গজরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, জেলা যুবদলের সহ-শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ঝরনা আক্তার, উপজেলা তাতীদলের সহসভাপতি আরশাদ মোল্লা, জহিরাবাদ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোবারক হোসেন মুফতি, এখলাছপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি বিল্লাল হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh