× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জুড়ীতে শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধির দাবি

খোর্শেদ আলম, জুড়ী (মৌলভীবাজার)

১৬ অক্টোবর ২০২৫, ২০:৩৪ পিএম । আপডেটঃ ১৬ অক্টোবর ২০২৫, ২০:৩৪ পিএম

ছবি: সংগৃহীত।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে জুড়ীতে মানববন্ধন করেছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা চত্বরে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে অংশ নেন উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা। তারা বাড়িভাড়া ২০%, চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫% করার দাবি জানান।

মানববন্ধনে সভাপতিত্ব করেন মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী। সঞ্চালনা করেন বাবেশিকফো কেন্দ্রীয় সহ-সভাপতি ও কৃষ্ণনগর বাছিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম সাইফ এবং জাঙ্গিরাই দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আব্দুর রহিম সরকার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা লিয়াকত আলী খান।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রাজনীতিবিদ ও শিক্ষাবিদ মাওলানা আব্দুর রহমান, শাহখাকী (রঃ) আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইয়াকুব আলী, সাগরনাল সিনিয়র আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম, ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, হাজী আপ্তাব উদ্দিন আমিনা খাতুন কলেজের প্রভাষক এনায়েত হোসেন, জায়ফরনগর মহিলা মাদ্রাসার সুপার রফিকুল ইসলাম, ছোট ধামাই উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকারিয়া মাহমুদ, সোনা মিয়া আপ্তারুনেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাহিদুজ্জামান, সাগরনাল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জবা রাণী চাষা, নিরোদ বিহারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক চান্দ আলী এবং নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক মনসুরুল রহমান পলাশ।

কর্মচারীদের পক্ষে বক্তব্য দেন রাগনা বটুলী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী সবুজ মিয়া। বক্তারা বলেন, “দীর্ঘদিন ধরে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত। জীবনযাত্রার ব্যয় বেড়ে গেলেও বেতন-ভাতা বাড়েনি। এই অবস্থা চলতে পারে না।” তারা আরও জানান, “দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না। প্রয়োজনে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।”

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.