চট্টগ্রামের মীরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে উচ্চ মানসম্পন্ন গার্মেন্টস উৎপাদনকারী একটি শিল্প প্রতিষ্ঠান স্থাপনে ১ কোটি ৯৭ লাখ ২০ হাজার মার্কিন ডলার বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে চীনা প্রতিষ্ঠান ‘অক্টোবর ৪১২৮ (বিডি) লিমিটেড’।
এ লক্ষ্যে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং অক্টোবর৪১২৮ (বিডি) লিমিটেডের মধ্যে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রাজধানীর বেপজা কমপ্লেক্স এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং অক্টোবর৪১২৮ (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তৌফিকুল আহসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।এই প্রতিষ্ঠানটি বার্ষিক ৩০ লাখ পিছ স্কি, স্নো স্পোর্টস, হান্টিং ও মোটর রাইডার গিয়ার, ইনসুলেটেড শীতকালীন কোট, ডাউন জ্যাকেট ও প্যান্ট, রেইন গিয়ার, ওয়ার্কওয়্যার, রানিংওয়্যার, ইয়োগাওয়্যার এবং ওয়াটার স্পোর্টসওয়্যার তৈরি করবে। প্রতিষ্ঠানটিতে ২ হাজার ৭৮৮ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজা নির্বাহী চেয়ারম্যান বেপজা অর্থনৈতিক অঞ্চলকে বিনিয়োগের গন্তব্য হিসেবে বেছে নেওয়ার জন্য চীনা প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানান এবং নির্বিঘ্ন ব্যবসায়িক কার্যক্রমের জন্য সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।চীন এই প্রতিষ্ঠানটিসহ এ পর্যন্ত মোট ৪৯টি শিল্পপ্রতিষ্ঠান বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করেছে, যাদের মোট প্রস্তাবিত বিনিয়োগ প্রায় ১ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে ৬টি প্রতিষ্ঠান ইতোমধ্যে উৎপাদন শুরু করেছে। ক্রমাগত উন্নয়ন ও বিনিয়োগবান্ধব পরিবেশের কারণে বেপজা অর্থনৈতিক অঞ্চল দেশি বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় বিনিয়োগ গন্তব্য হয়ে উঠেছে।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, বেপজা অর্থনৈতিক অঞ্চলের প্রকল্প পরিচালক মোহাম্মদ এনামুল হক, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এএসএম আনোয়ার পারভেজ এবং অক্টোবর৪১২৮ (বিডি) লিমিটেডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।