× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রেজাল্টের খুশিতে, দোয়া দিলাম বিকাশে’ অভিনন্দন কার্ড বিকাশ অ্যাপে

১৬ অক্টোবর ২০২৫, ২২:১১ পিএম

‘রেজাল্টের খুশিতে, দোয়া দিলাম বিকাশে’ অভিনন্দন কার্ড বিকাশ অ্যাপে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। শিক্ষার্থীদের জীবনের গুরুত্বপূর্ণ এই পর্বে সফলতাকে উদযাপন করা ও শুভেচ্ছা জানানোর ঐতিহ্য বহু পুরনো। অগ্রজরা শুভেচ্ছা হিসেবে টাকা দেওয়ার চলটাও ছিলো প্রথাগত। এবার, শিক্ষার্থীদের এই আনন্দঘন সাফল্য উদযাপন করতে বিকাশ অ্যাপের সেন্ড মানিতে যুক্ত হলো অভিনন্দন কার্ড।


‘রেজাল্টের খুশিতে, দোয়া দিলাম বিকাশে’ সংবলিত দু’টি নান্দনিক কার্ড অ্যাপে ইতোমধ্যে যুক্ত করা হয়েছে। বিকাশ অ্যাপে এইচএসসি শিক্ষার্থীদের জন্য অভিনন্দন পাঠানোর এই বিশেষ সুবিধা দূরে থেকেও আনন্দে অংশ নেওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে।

এইচএসসি পাস করা শিক্ষার্থীদের অভিনন্দন জানাতে বিকাশ অ্যাপের সেন্ড মানি আইকনে গিয়ে পরের ধাপে মোবাইল নম্বর দিতে হবে। এরপরে টাকার অংক বসিয়ে অভিনন্দন কার্ড নির্বাচন করতে হবে। পরের ধাপে কার্ডের দেয়া ম্যাসেজ ‘তোমার জীবনে আসুক সাফল্য, আর তুমি পৌঁছে যাও উন্নতির শীর্ষে’ নির্বাচন করতে পারেন অথবা গ্রাহক চাইলে নিজের পছন্দমত শুভেচ্ছা বার্তা লিখে যোগ করে নিতে পারেন।

কার্ডের নিচের অংশে নাম বা স্বাক্ষর বা নিজের পছন্দমত সম্পর্কের নামও যুক্ত করে দিতে পারবেন। এরপর পিন দিয়ে লেনদেন সম্পন্ন করার পর যাকে পাঠানো হয়েছে তার কাছে অভিনন্দন বার্তাসহ শুভেচ্ছা পৌঁছে যাবে।

উল্লেখ্য ঈদ, বৈশাখসহ বিভিন্ন উৎসব বা উপলক্ষ্যে অভিনন্দন ও শুভেচ্ছা পাঠাতে বিকাশ অ্যাপের এই গ্রিটিংস কার্ড বেশ জনপ্রিয়। বার্তা ও ছবি সম্বলিত গ্রিটিংস কার্ডগুলো গ্রহণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে নিজেদের অনুভূতিও প্রকাশ করতে পারছেন প্রিয়জনরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.