× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি

১৮ অক্টোবর ২০২৫, ১৪:২৪ পিএম

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ক্ষেতলাল-বটতলী সড়কের কামারগাড়ী এলাকায় দুই মোটরসাইকেল ও একটি ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নাসির হোসেন (৬০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাসির হোসেন উপজেলার তিলাবদুল মুন্সীপাড়া গ্রামের মৃত আব্দুল বাকির ছেলে। তিনি পেশায় মাংস বিক্রেতা ছিলেন। স্থানীয় বটতলী বাজারে মসলা বিক্রেতা দেলোয়ার হোসেন ও পান-সুপারি বিক্রেতা এনামুল হকের বড় ভাই তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাসির হোসেন মোটরসাইকেলে করে বাজারে যাচ্ছিলেন। এসময় কামারগাড়ী এলাকায় অপর একটি মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে আরও তিন জনকে আহতাবস্থায় উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। তার মধ্যে একজনের অবস্থা গুরুতর। তবে তাৎক্ষণিক কারও পরিচয় জানা যায়নি।

উল্লেখ্য, নিহত নাসির হোসেনের ছোট ভাই কালাম হোসেনও কয়েক বছর আগে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান।

এবিষয়ে ক্ষেতলাল থানার ইন্সপেক্টর (তদন্ত) এস এম কামাল হোসেনইন জানান, দুর্ঘটনায় নাসির হোসেন নামের একজন নিহত হয়েছেন। তিনজনকে আহতাবস্থায় উদ্ধার করে জেলা হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুটি মোটরসাইকেল উদ্ধার করেছি। আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে। 


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.