ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সাংবাদিক এস,এম হায়াত উদ্দিন হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন সরাইল উপজেলার সকল সাংবাদিকবৃন্দ। শনিবার সকাল ১১ টায় উপজেলা শহিদ মিনার সংলগ্ন সড়কে সরাইল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাব এর সরাইল উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আলী মাস্টারের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া এর সরাইল ইউনিটের সাধারণ মো. আবদুল করিম মাস্টার। মানববন্ধনে বক্তব্য সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শরীফ উদ্দীন, সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া এর সরাইল ইউনিটের সভাপতি আবেদুর আর শাহীন, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফছির, সাংবাদিক শেখ সিরাজুল ইসলাম, ভোরের চেতনার সরাইল ক্রাইম রিপোর্টার ফয়জুল, ভোরের চেতনার ব্রাহ্মণবাড়িয়া ফটো সাংবাদিক মো. মোসলেম উদ্দিন, বিজয়নগর উপজেলা স্টাফ রিপোর্টার শাহ আলমগীর হোসাইন, প্রবীণ সাংবাদিক আবদুল জব্বার। এছাড়া মানববন্ধনে উপস্থিত ছিলেন দৈনিক সংগ্রাম এর সরাইল সংবাদদাতা মোখলেছুর রহমান, জহিরুল ইসলাম রিপন, আমার বার্তা এর সরাইল উপজেলা প্রতিনিধি মো. রিমন খান, দৈনিক নওরোজ এর সরাইল প্রতিনিধি আবদুল মোমিন খান, উপজেলা সাংবাদিক পরিষদের সেক্রেটারী আল ফারুক, মো. রফিকুল ইসলাম, আব্বাস উদ্দিন, রাহাত হোসেন, মো. খোকন মিয়া, মনির হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, সারাদেশে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে সকলে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলন গড়ে না তুললে অপরাধীরা রেহাই পেয়ে নতুন অপরাধে উৎসাহিত হবে। মানববদ্ধনে সারাদেশের সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহবান ও সাংবাদিক এস, এম হায়াত উদ্দিন হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।