× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চাঁদাবাজ, দুর্নীতি, মাদকমুক্ত দেশ গড়বে জামায়াতে ইসলাম

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

১৮ অক্টোবর ২০২৫, ১৪:৪৩ পিএম

জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা মো. রফিকুল আলম খান বলেন, জামায়াতে ইসলাম ক্ষমতায় আসলে চাঁদাবাজ, দুর্নীতি, মাদকমুক্ত দেশ গড়তে চায়। দুর্নীতি না করে ৫ বছরের মধ্যে দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করা সম্ভব। একটি দল ক্ষমতায় যেয়ে দুর্নীনিতে ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে। তাদের চাঁদাবাজিতে মানুষ অতিষ্ঠ হয়েছে, এমনকি পাথরও খেয়ে ফেলেছে। তারা বলে মাঠে জামায়াতের ভোট নেই। কিন্তু ডাকসু, জাকসু, চাকসু, রাকসু নির্বাচনে বিপুল ভোটে জামায়াত সমর্থিত প্যানেল বিজয়ী হয়েছে। এতে জামায়াতের ভীত মজবুত হয়েছে। পি.আর পদ্ধতিতে নির্বাচন হলে, প্রাপ্ত ভোটের অনুপাতে কিছু আসন পেতেন। তাই দ্বিধাদন্দ্ব নয়, পি.আর পদ্ধতিতে নির্বাচনে আসুন। জামায়াত জুলাই সনদ ও পি.আর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা বাস্তবায়নে সচেষ্ট রয়েছে। আসন্ন সংসদ নির্বাচনে এলাকার এম.পি পদপ্রার্থী মাওলানা মো. আব্দুল হাকিম দাড়ি-পাল্লা প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হবেন ইনশিল্লাহ। গতকাল শুক্রবার বিকেলে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাসে আয়োজিত বিশাল সমাবেশে তিনি এসব কথা বলেন। বনপাড়া পৌর জামায়াতের সেক্রেটারী আব্দুল্লাহ আওয়াল মমিনের সঞ্চালনায় ও বড়াইগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন নাটোর জেলা জামায়াতের আমীর ড. মীর নূরুল ইসলাম, জেলার নায়েবে আমীর অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন খান, নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) সংসদীয় আসনের এমপি পদপ্রার্থী মাওলানা মো. আব্দুল হাকিম উপজেলা জামায়াতের সেক্রেটারী মো. আবু বকর সিদ্দিক প্রমুখ।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.