× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দাগনভূঞায় ফ্রী মেডিকেল ক্যাম্প

দাগনভূঞা(ফেনী)প্রতিনিধি

১৮ অক্টোবর ২০২৫, ১৪:৫৩ পিএম

ফেনী-০৩ দাগনভূঞা-সোনাগাজী আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ডা: ফখরুদ্দিন মানিকের পৃষ্ঠপোষকতায় ফ্রী মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়েছে। দাগনভূঞা আর্তার্তুক স্কুলে শনিবার(১৮ অক্টোবর) সকালে আয়োজিত ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে উক্ত চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

জানা যায়, এই অঞ্চলের মানুষের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনা করে দাগনভূঞা উপজেলা জামায়াতে ইসলামী ও পৌরসভা জামায়াতে ইসলামীর উদ্যাগে উক্ত মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এই মেডিকেল ক্যাম্পে ৩০ জন পুরুষ ও মহিলা চিকিৎসক টিম, ১০ জন নার্স চিকিৎসা সেবা প্রদান করেন। পাশাপাশি প্রায় ১৫০ জন স্বেচ্চাসেবক দায়িত্ব পালন করেছেন। উক্ত  মেডিকেল ক্যাম্পে ডাক্তার দেখানো, বিভিন্ন পরীক্ষা, আল্ট্রাসনোগ্রাফি, ইসিজি, ডায়াবেটিকস পরীক্ষা, রক্ত পরীক্ষা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়েছে। এতে প্রায় দুই হাজারের অধিক সংখ্যক লোকজন স্বাস্থ্য সেবা পেয়েছেন। 

এ বিষয়ে জানতে চাইলে অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এবং দাগনভূঞা সোনাগাজী উন্নয়ন পরিষদের সভাপতি ডা: ফখরুদ্দিন মানিক বলেন, আমরা প্রাথমিক ভাবে ত্রিশ জন ডাক্তার দিয়ে এ সেবা দিচ্ছি। সরকারি পর্যাপ্ত সেবা না থাকায় তৃণমুলের কথা চিন্তা করে সমাজ সমাজ সেবার অংশ হিসেবে ডিমার্স কনসালটেশন এন্ড রির্সাস সেন্টারের মাধ্যমে  উক্ত মেডিকেল ক্যাম্প বাস্তবায়ন করেছি। আমরা পর্যায়ক্রমে উক্ত সেবা গ্রামে ছড়িয়ে দিবো। এটি পরবর্তীতে আরো বৃহৎ পরিসরে আয়োজন করা হবে।

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন দাগনভুঞা উপজেলা জামায়াতে ইসলামীর আমির গাজী ছালাহ উদ্দিন, সেক্রেটারি কামাল উদ্দিন, দাগনভূঞা পৌরসভা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কামরুল আহছান, সেক্রেটারি আবু সাঈদ কামরুজ্জামান, জেলা শিবিরের সেক্রেটারি আরমান, মোহছেন উদ্দিন মিরাজ সহ জামায়াত ও শিবিরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.