× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিলেট রেলপথে বিশেষ ট্রেন চালানোর দাবি

মো. আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার

১৮ অক্টোবর ২০২৫, ১৬:৫৩ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজার রেলপথে দুটি বিশেষ ট্রেন চালু, আখাউড়া-সিলেট রেলপথ সংস্কার করে ডাবল লাইনে উন্নীতকরণসহ রেলপথের ৮ দফা দাবিতে শ্রীমঙ্গলে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন প্লাটফর্মে “আমরা শ্রীমঙ্গলবাসী”র আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি শ্রীমঙ্গলের সভাপতি ও প্রবীণ সাংবাদিক সৈয়দ নেসার আহমদ এর সভাপতিত্বে এবং সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন , শ্রীমঙ্গল সরকারি কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল রফি আহমদ চৌধুরী, সাংবাদিক কাওসার ইকবাল, শ্রীমঙ্গল সনাকের সহ-সভাপতি কাজী আছমা, ইকরামুল মুমিন ফাউন্ডেশনের সভাপতি মাওলানা এম এ রহিম নোমানি, শ্রীমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ একরামুল কবীর, মাগুড়ছড়ার খাসি পুঞ্জি’র মন্ত্রী ও সনাক সদস্য জিডিশন প্রধান সুচিয়াং, ফারিয়ার সভাপতি দেবব্রত হাবুল, মানবাধিকার ঐক্য পরিষদের সভাপতি আমজাদ হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম সবুজ, ব্যবসায়ী শাহ মসুদ আহমদ, সাংবাদিক সঞ্জয় দেব ও শিক্ষক আব্দুল কাদির প্রমুখ।

এ সময় সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী ও চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধনে  বক্তারা ট্রেনের টিকিট কালোবাজারি বন্ধ, সিলেট রেলপথে আধুনিক সেবা ও অবকাঠামোগত উন্নয়নসহ ঘোষিত ৮ দফা দাবিতে ভবিষ্যতে সিলেট বিভাগের প্রতিটি উপজেলায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.