চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ফ্রী মেডিক্যাল ক্যাম্পে গরীব ও দুঃস্থ ৫ শতাধিক রোগীদের মাঝে চিকিৎসাপত্র ও ওুষধ প্রদান করা হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সকালে উপজেলার ফরাজীকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় আঙ্গিনায় বিভিন্ন বিভাগের ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে ফ্রী মেডিকেল ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) শীষের মনোনয়ন প্রত্যাশী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আজহারুল হক মুকুল।
এ সময় সংক্ষিপ্ত আলোচনা পর্বে উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল গনি তপাদারের সঞ্চারনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইয়াছিন মোল্লা, উপজেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক আমিনুল এহসান ফেরদৌস।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সাবেক সাধরণ সম্পাদক আমির হোসেন আমু, এখলাশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জুয়েল পাটোয়ারী, ফরাজীকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি নান্নু গাজী, ফরাজীকান্দি ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহবায়ক বিল্লাল হোসেন রনি ও দেওয়ান জাকির হোসেন সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেনী-পেশার গন্যমান্য ব্যাক্তিবর্গ। গ্রামের প্রত্যন্ত অঞ্চলে দরিদ্র ও অসহায় পরিবারের ৫ শতাধিক মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে ব্যবস্থাপত্র ও বিনা পয়সায় ওষুধ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।