× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঢাকার ৮টি ফ্লাইট নামল চট্টগ্রামে

ডেস্ক রিপোর্ট।

১৮ অক্টোবর ২০২৫, ১৯:০৩ পিএম

ছবি: সংগৃহীত।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের একটি অংশে আগুন লাগায় ঢাকাগামী ৮টি ফ্লাইট চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করেছে।

শনিবার (১৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল।

তিনি জানান, আজ (শনিবার) দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের একটি অংশে আগুন লেগেছে। এর ফলে চট্টগ্রাম টু ঢাকাগামী দুটি ডোমেস্টিক ফ্লাইট, ইউএস বাংলা এয়ারলাইন্সের ব্যাংকক টু ঢাকা, এয়ার এরাবিয়ার মধ্যপ্রাচ্য টু ঢাকা, ইউএস বাংলা এয়ারলাইন্সের দুটি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইটসহ মোট ৮টি ফ্লাইট শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

এর আগে দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের একটি অংশে আগুন লেগেছে। কার্গো ভিলেজের এ অংশে আমদানি করা পণ্য মজুত রাখা হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। আরও ১৩টি ইউনিট যাচ্ছে। এছাড়া বাংলাদেশ বিমানবাহিনীসহ বিমানবন্দরের দায়িত্বরতরাও কাজ করছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.