বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর ২ আসনের মনোনয়ন প্রত্যাশী ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, ঐক্যবদ্ধ শক্তি আগামীতে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী। বিগত ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের জুলুম নির্যাতনের শিকার হওয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের নেতাকর্মীদের মনোবল এখনো দৃঢ় রয়েছে। দেশবাসীর ভালোবাসায় ফ্যাসিস্টরাই নিশ্চিহ্ন হয়ে গেছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মতলব দক্ষিণ উপজেলা ও পৌর বিএনপি সহযোগী ও অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকাল তিনটায় মতলবগঞ্জ জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ড. মুহাম্মদ জালাল উদ্দিন দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।
বিগত ১৭ বছর রাজপথের আন্দোলন সংগ্রামে যে সকল নেতাকর্মী দিনের পর দিন মাসের পর মাস বাড়ির বাহিরে রাত কাটিয়েছেন জেল খেটেছেন তাদের বিষয়ে দল সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন। সেই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সুনাম ক্ষুন্ন করার জন্য ওই ফ্যাসিস্টদের দোসর দোলের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তাদের বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে।
মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি সভাপতি এনামুল হক বাদলের সভাপতিত্বে ও মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন ড. জালাল আহমেদ এর সহধর্মিনী ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন, বাংলাদেশ ব্যাংককের সাবেক ডেপুটি গভর্নর আবুল কাশেম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান সফিকুল ইসলাম সাগর, মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রধান, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, মতলব পৌর বিএনপির সাবেক আহবায়ক মোজাম্মেল হক খোকন, উপজেলা যুবদলের আহ্বায়ক মুজাহিদুল ইসলাম কিরণ, মতলব ডিগ্রি কলেজের সাবেক ভিপি জাহাঙ্গীর আলম প্রধান, মতলব পৌর যুবদলের আহবায়ক মজিব সরকার, জেলা যুব দলের সদস্য মোস্তাফিজুর রহমান কাইয়ূম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল হক, যুগ্ম আহবায়ক মিরান হোসেন মিয়াজী, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কামাল হোসেন বিপ্লব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাছির মিয়াজী, সাবেক ছাত্র নেতা ও কাউন্সিলর শাহজাহান মল্লিক প্রমুখ।