লায়ন্স ক্লাব অব চিটাগাং লিবার্টি ও লায়ন্স ডিজেবিলিটি কেয়ারের যৌথ উদ্যোগে চট্টগ্রামে ঠোঁটকাটা ও তালুকাটা ২৫ জন শিশুর বিনামূল্যের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
আগ্রাবাদ ইসলামী ব্যাংক হাসপাতালে গত ১৭ ও ১৮ অক্টোবর দুই দিনব্যাপী এ সার্জারি ক্যাম্প অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট লায়ন শরিফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলার রিজিওনাল চেয়ারপার্সন লায়ন কাজী আলী আকবর জাসেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনসার্ন জোন চেয়ারপার্সন লায়ন কাজী আশেক ই ওয়াহেদ, জোন চেয়ারপার্সন লায়ন মো. আনোয়ার হোসেন, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট লায়ন ডা. মো. ফরহাদুল হক, ডিরেক্টর লায়ন মো. জাফর উদ্দিন, সদস্য লায়ন কাজী তারেক মইনুদ্দিন, আলমগীর হোসেন, ফাহিম, ইকবাল হোসেন ও আরমান কবীর চৌধুরী প্রমুখ।
অস্ত্রোপচার পরিচালনা করেন ঢাকাস্থ প্রখ্যাত প্লাস্টিক সার্জন প্রফেসর ডা. মো. কামরুজ্জামান, প্রফেসর ডা. মো. জিয়াউল হক রুমী, ডা. মো. নাজমুল হাসান এবং তাদের বিশেষজ্ঞ চিকিৎসক দল।
অতিথিবৃন্দ বলেন, “লায়ন্স ক্লাবের এ মানবিক উদ্যোগ ঠোঁটকাটা ও তালুকাটা শিশুদের নতুন জীবন দিয়েছে। সমাজের সকল বিত্তবান ও সংগঠনকে এমন কার্যক্রমে এগিয়ে আসা উচিত।”