× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কালাইয়ে কলেজ ছাত্র নিহত

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি

১৯ অক্টোবর ২০২৫, ১২:৩১ পিএম

জয়পুরহাটের কালাই উপজেলার সরাইল এলাকায় ভুটভুটি (গ্রামীণ যাত্রীবাহী যান) উল্টে তানভির হোসেন (১৮) নামে এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। জয়পুরহাট-মোকামতলা সড়কের সরাইল এলাকায় গতকাল শনিবার (১৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তানভির হোসেন ক্ষেতলাল উপজেলার বড়তারা গ্রামের আব্দুল লতিফের ছেলে। তিনি বগুড়া আমর্ড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে তানভির মাছ বিক্রির উদ্দেশ্যে একটি মাছবাহী ভুটভুটিতে করে বগুড়ার মোকামতলা বাজারে যান। মাছ বিক্রি শেষে বাড়ি ফেরার পথে সরাইল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে ভুটভুটি উল্টে যায়। এতে তানভির ভুটভুটির নিচে পড়লে তার উপর ভুটভুটির গরম পানি পড়ে। এতে তার শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে যায়।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সন্ধ্যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় ভুটভুটি চালক হাবিবুর রহমান (১৯) আহত হয়েছেন। তিনি একই গ্রামের রায়হান কবির ওরফে বুদুনের ছেলে।

কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন বলেন, দুর্ঘটনায় দুইজন আহত হয়েছিলেন। এর মধ্যে তানভিরকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হয়েছে। তরুণ বয়সে এমন অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.