× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিকদার শহিদুল ইসলাম লেলিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ প্রতিনিধি

১৯ অক্টোবর ২০২৫, ১২:৪১ পিএম

গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপি’র সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়েছে। গোপালগঞ্জ এস এম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব মুন্সী তার পরিবারের সদস্যদের ওপর হামলা, ৫০ লক্ষ টাকা চাঁদা দাবি, স্ত্রীকে তুলে নেওয়ার চেষ্টা, বাড়ি দখলের হুমকি ও গুলি করে হত্যা চেষ্টার অভিযোগে এই সংবাদ সম্মেলন করেন। শিক্ষকের নিজের বাসভবনে গতকাল শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ভুক্তভোগী প্রধান শিক্ষক মাহাবুব মুন্সী অভিযোগ করেন, সিকদার শহিদুল ইসলাম লেলিন কয়েক দফায় তাদের পরিবারকে ভয়ভীতি দেখিয়েছেন এবং প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মাহাবুব মুন্সী ও তার পরিবারের সদস্যরা সিকদার শহিদুল ইসলাম লেলিনকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এছাড়া তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছেও ন্যায়বিচারের আবেদন জানান।

এ সময় অপর ভুক্তভোগী শিক্ষক মাহাবুব মুন্সীর স্ত্রীর বোন ডা. তানিয়া সহ অন্যান্য বোনদের উপর হামলার বর্ণনা দেন এবং সন্ত্রাসী কর্মকান্ডে জড়িতদেরকে দ্রুত আইনের আওতায় নেওয়ার জোর দাবি জানান। সংবাদ সম্মেলনে জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে শিক্ষক মাহাবুব মুন্সীর স্ত্রী লিরা আক্তারের বোন ডা. সোনিয়া আক্তার মুনমুন, ডা. তানিয়া আক্তার, সহকারী শিক্ষক এসমোতারা ডলি যারা সিকদার শহিদুল ইসলাম লেলিন ও তার সহযোগী কর্তৃক হামলার শিকার হয়ে বর্তমানে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন বলে জানান। এ সংক্রান্তে তারা গোপালগঞ্জ অস্থায়ী সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দিয়েছেন এবং জীবনের নিরাপত্তা ও আইনী সহায়তা পেতে গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার ও সদর থানায় লিখিত অভিযোগ জানাবেন বলে গণমাধ্যমকে জানান। 

উল্লেখ্য, প্রধান শিক্ষক মাহাবুব মুন্সী দীর্ঘদিন যাবত কিডনি রোগে ভুগছেন এবং বিগত ২০২৩ সালে ভারতের ফরটিস হাসপাতাল থেকে কিডনি প্রতিস্থাপন করেছেন। বর্তমানে তিনি শারীরিকভাবে বেশ দুর্বল অবস্থায় রয়েছেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.