× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৮ রাউন্ড কার্তুজসহ আসামি গ্রেপ্তার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

১৯ অক্টোবর ২০২৫, ১২:৪৮ পিএম

কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নে অভিযান চালিয়ে মোহাম্মদ তৌহিদ উল্লাহ (২৫) নামে হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার বাড়ি থেকে দেশীয় তৈরি একটি লম্বা বন্দুক ও ৮ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ারের দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআই আরকানুল ইসলাম ও এসআই জাকির হোসেনের নেতৃত্বে পুলিশ টিমটি এই অভিযান চালায়। অভিযানে উপজেলার সাহারবিল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ওমখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তৌহিদ উল্লাহ ওই এলাকার জসিম উদ্দিনের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

ওসি মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, “ গত শুক্রবার রাতে সাহারবিল ইউনিয়নের রামপুর উমখালী এলাকায় অস্ত্রধারী তৌহিদ উল্লাহ প্রকাশ্যে ফাঁকা গুলি ছুঁড়ে আতঙ্ক সৃষ্টি করে। বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানতে পেওে গতকাল শনিবার সকাল থেকেই তার গতিবিধি নজরদারিতে আনা হয়। বিকেলে বাড়িতে অবস্থান নিশ্চিত হলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে”।

তিনি আরও বলেন, “গ্রেপ্তারের পর তৌহিদ উল্লাহর স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়ি থেকে দেশীয় তৈরি একটি লম্বা বন্দুক ও আট রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়”।

ওসি জানান, গ্রেপ্তার তৌহিদ উল্লাহ একজন আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং রামপুর চিংড়িজোনের শেকাব উদ্দিন হত্যা মামলার আসামি। তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় থানায় নতুন মামলা রুজু করা হচ্ছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.