× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জাল নোটসহ একজন গ্রেপ্তার

আরিফ খন্দকার, কুষ্টিয়া

১৯ অক্টোবর ২০২৫, ১৩:২৫ পিএম

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার (পিপিএম) এর নেতৃত্বে চৌকস আভিযানিক দল একটি অভিযান পরিচালনা করেন। 

কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন দবির মোল্লার গেট হতে লালন আখড়াগামী পাকা রাস্তায় চেকপোস্ট পর্যন্ত গতকাল শনিবার (১৮ই অক্টোবর) রাত ১০:১০ মিনিটে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন সময়ে মো. সবুজ হোসেনের (২৪) (পিতা- শাহজাহান আলী, মাতা- আদরী খাতুন, সাং- আমবাড়ীয়া পশ্চিমপাড়া, থানা-মিরপুর, জেলা- কুষ্টিয়া) দেহ তল্লাশি করে মোট ২১,৫০০ (একুশ হাজার পাঁচশত) টাকা জাল নোট উদ্ধার করা হয়।  

র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার (পিপিএম) বিষয়টি নিশ্চিত করে বলেন,আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব জানায়, জাল নোট সংক্রান্ত অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.