× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অবৈধ বালু উত্তোলনে, ঝুঁকিতে একাধিক সেতু

মো. আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার

১৯ অক্টোবর ২০২৫, ১৪:০৭ পিএম । আপডেটঃ ১৯ অক্টোবর ২০২৫, ১৪:০৮ পিএম

মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের ঢাকা-সিলেট জাতীয় মহাসড়কের শাহপুর ব্রিজ সহ একাধিক ব্রিজের নিচ থেকে স্থানীয় প্রশাসনের শিথিলতায় পাহাড় থেকে নেমে আসা ছড়া থেকে দীর্ঘদিন যাবত বালু উত্তোলন করে আসছে একটি চক্র। ব্রিজের নিচ থেকে বালু উত্তোলন নিষিদ্ধ হলেও চক্রটি প্রতিদিন শতশত ফুট বালু উত্তোলনের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে শাহপুর ব্রিজ। ঢাকা-সিলেটের এই মহাসড়ক দিয়ে সারা দেশের বিভিন্ন গন্তব্যে দিনরাত ২৪ ঘন্টাই চলাচল করে দূরপাল্লার বাস, ট্রাকসহ বিভিন্ন প্রকারের ভারী যানবাহন।

ব্রিজের নিচ থেকে বালু উত্তোলনের ফলে ঝুঁকি বাড়ছে প্রতিদিন। ব্রিজটি যদি কখনো দুর্ঘটনার শিকার হয় তাহলে গুরুত্বপূর্ণ এই সড়কটিতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে। দুর্ভোগের মুখে পড়তে পারেন হাজার হাজার যাত্রী ও যানবাহন চালক। এমন কী মৌলভীবাজার জেলার সঙ্গেযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। আজ রোববার (১৯ অক্টোবর) দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, গিয়াসনগর বাজার থেকে কিছুটা দূরে ঢাকা-সিলেট জাতীয় মহাসড়কের পাশে স্তূপ করে রাখা হয়েছে বালু। এমন কী সড়কের পাশের কয়েকটি বাড়িতেও দেখা গেছে বালুর স্তূপ।

এসব বালু ভোর থেকে শ্রমিকদের মাধ্যমে ব্রিজের নিচ থেকে উত্তোলন করে উপরে সড়কের পাশে রাখা হয়। ধারাবাহিক বালু উত্তোলনের ফলে ব্রিজের নিচে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে শ্রমিকরা ভোরে এবং দুপুরে কয়েক ঘন্টাব্যাপী বালু উত্তোলন কাজ করে থাকেন বলে স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে।

সূত্র জানায়, বিগত ১৪ থেকে ১৫ বছর যাবত শাহপুর গ্রামের ইছাক মিয়ার ছেলে আকাম মিয়া, আলতাফ মিয়ার ছেলে রমজান মিয়া, মন্তব উল্লাহ্  ছেলে মানিক মিয়া ও একই গ্রামের মনা মিয়া মিলে ৪ জনের চক্রটি শাহপুর ব্রিজের নিজ থেকে বালু উত্তোলন করে আসছেন। প্রতিদিন ১৫০ থেকে অন্তত ২০০ ফুট বালু উত্তোলন করা হয়। উত্তোলন করা বালু ট্রাক ও পিকআপে করে ৩ হাজার থেকে সর্বোচ্চ ৪ হাজার টাকা করে বিক্রি করা হয় বলে জানা গেছে। দীর্ঘদিন যাবত সড়কের পাশে ব্রিজের নিচ থেকে কীভাবে প্রকাশ্যে বালু উত্তোলন করে দিনে- দুপুরে বিক্রি করে চক্রটি সেটা নিয়ে জনমনে নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক ব্যক্তি জানান, অবৈধ বালু উত্তোলন প্রকাশ্যে করলেও ভয়ে কেউ প্রতিবাদ করেননা। কেউ বাঁধা দিলেও তারা বাঁধা

মানেনি। তাছাড়া প্রশাসন ব্যবস্থা না নেয়ায় চক্রটি আরও বেপরোয়া হয়ে বালু উত্তোলন চালিয়ে যাচ্ছে।

ব্রিজের নিচ দিয়ে প্রবাহিত ছড়াটি স্থানীয়দের কাছে ডেংডেংঙ্গি ছড়া হিসেবে পরিচিত। এটি পাহাড় থেকে গাবুরছড়া হয়ে শাহপুর ব্রিজ দিয়ে মিলিত হয়ে যুক্ত হয়েছে পাশের হাওরে। দীর্ঘদিন যাবত বালু উত্তোলন করার ফলে শুধু যে ব্রিজের নিচ ক্ষতিগ্রস্ত হচ্ছে তা নয়, ছড়ার দু‘পাড়ের বিভিন্ন অংশও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

মৌলভীবাজার সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কায়সার হামিদ সংবাদ সারাবেলাকে বলেন, এই সড়কে সব সময় যাওয়া-আসা করি।

ব্রিজের নিচ থেকে বালু উত্তোলনের বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।

এ বিষয়ে মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিব হোসেন সংবাদ সারাবেলাকে বলেন, ব্রিজ এর নিচ থেকে বালু উত্তোলন করার বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে দ্রুতই ব্যবস্থা নিচ্ছি।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.