নাটোর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও ২০১৮ সালে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী দাউদার মাহমুদ এক উঠান বৈঠকে যোগদেন। নাটোরের সিংড়ায় প্রায় দেড় হাজার মোটরসাইকেলের শোভাযাত্রা নিয়ে এই বৈঠকে যোগদান করে তিনি। উপজেলার সুকাশ ইউনিয়নের হাটমুরশন গ্রামে রোববার (১৯ অক্টোবর) সকাল ১০টায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দাউদার মাহমুদ বলেন, ১৭ বছরে ১৭ মিনিট দলের কাজে ফাঁকি দিয়ে নিজের কাজ করি নাই, নিজের সন্তানকে জেলে থেকে কোলে নিয়েছি, আপনারা অন্য কারো কথায় বিচলিত হবেন না, এবারও যেই দল থেকে ধানের শীষ মনোনয়ন পাবে, আমরা সবাই তার হয়েই ধানের শীষকে বিজয় করবো।
এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপি’র সাবেক যুগ্ন আহবায়ক বোরহান উদ্দিন বাবু ,পৌর বিএনপির সাবেক সদস্য সচিব তায়েজুল ইসলাম, উপজেলা বিএনপির নির্বাচন কমিটির সদস্য সবুজ মাহমুদ, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ পলাশ, সাবেক ছাত্রনেতা আব্দুল মমিন। এছাড়াও উপজেলা, পৌর ও ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।