× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বকেয়া পরিশোধের দাবিতে বিক্ষোভ

নাটোর প্রতিনিধি

১৯ অক্টোবর ২০২৫, ১৪:২৮ পিএম

দেশের বিভিন্ন চিনিকলের অবসরপ্রাপ্ত ৩ হাজার শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তার ২১২ কোটি ৩৪ লাখ টাকা বকেয়া গ্রাচুইটিসহ বিভিন্ন পাওনাদি পরিশোধের দাবিতে বিক্ষোভ, সমাবেশ ও শিল্প উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা কল্যান পরিষদ। আজ রোববার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টার দিকে নাটোর সুগার মিল ফটকে বিক্ষোভ করেন পরিষদের সদস্যরা।

এসময় বক্তারা বলেন, নাটোরের ৪০৭ জন শ্রমিকের বকেয়া প্রায় ৩৩ কোটি টাকা। দীর্ঘদিন ধরে বকেয়া অর্থ হাতে না পাওয়ায় অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তারা মানবেতর জীবনযাপন করছেন। এ অবস্থায় দ্রুত বকেয়া পাওনাদি পরিশোধের পাশাপাশি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দুটি উৎসব ভাতা, বৈশাখী ভাতা ও চিকিৎসা ভাতা  প্রদান করতে হবে।

এসময় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর সুগার মিলস অবসরপ্রাপ্ত ম্রমিক কর্মচারী কর্মকর্তা কল্যান পরিষদের সভাপতি আলাউদ্দিন প্রাং,সাধারন সম্পাদক মো. আবু রায়হান ভুলু ,নাটোর সুগার মিলের শ্রমিক কর্মচারি ইউনিযনের সভাপতি আইউব আলী,সাধারন সম্পাদক আবু সাইদ, আখ চাষী কল্যান সমিতির সাধারন সম্পাদক শামিমুর রহমান শামিম সহ কর্মকর্তা কর্মচারি উপস্থিত ছিলেন। বিক্ষোভ সমাবেশ শেষে নাটোর সুগার মিলের ব্যাবস্থাপনা পরিচালক আখলাছুর রহমানের কাছে স্বারকলিপি প্রদান করেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.