সাতকানিয়া-লোহাগাড়া ১৫ আসনে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সাতকানিয়া উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে প্রতিনিধি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল তিনটায় সাতকানিয়ার মুন প্যালেস কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ জসীম উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক, কৃষক দল কেন্দ্রীয় সংসদ। তিনি বলেন, “ধানের শীষ কেবল প্রতীক নয়, এটি মানুষের অধিকার ও গণতন্ত্রের প্রতিফলন। ৩১ দফা ও আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের দিকনির্দেশনা অনুযায়ী তৃণমূলকে আরও শক্তিশালী করতে হবে। নেতারা ও কর্মীরা সরাসরি জনগণের কাছে গিয়ে তাদের সমস্যা বুঝবেন এবং সমাধানে কাজ করবেন। ধানের শীষের জয় নিশ্চিত করতে এখনই ঐক্যবদ্ধভাবে মাঠে নামার সময় এসেছে।”
সভায় প্রধান বক্তা ছিলেন মোহসিন চৌধুরী রানা, আহ্বায়ক, চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দল। বিশেষ অতিথি ছিলেন মীর জাকির হোসেন, সদস্য সচিব, চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দল। সভায় সভাপতিত্ব করেন হাফেজ আহমেদ, আহ্বায়ক, সাতকানিয়া উপজেলা কৃষক দল।
অনুষ্ঠান পরিচালনা করেন হামিদুল ইসলাম হামিদ, সদস্য সচিব, সাতকানিয়া উপজেলা কৃষক দল। ও কৃষক দল নেতা মোর্শেদ। এছাড়া সভায় উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা কৃষক দল নেতা সফি আহমদ, নাছির, পৌরসভা কৃষক দল নেতা আবুল কাসেম, আবু হানিফ, সাতকানিয়া যুবদলের সদস্য সচিব নাজিম উদ্দিন, পৌরসভা যুবদলের আহ্বায়ক জাহেদুল ইসলাম, সদস্য সচিব সাহেদ, কৃষক দল নেতা মুজিব কন্ট্রাক্টর, সোহেল, তারেকসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় বক্তারা আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও গতিশীল করার আহ্বান জানান এবং ধানের শীষের বিজয় ছিনিয়ে আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।