সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) একটি পোস্ট দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় এক সাংবাদিকের ওপর হামলার চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাংবাদিক মনিরুজ্জামান শাহ্ মনির (৪২) বদরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।তিনি দৈনিক পরিবেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি। অভিযোগে মুক্তিযোদ্ধা পরিচয়ধারী খলিল শাহ নামের এক ব্যক্তিকে প্রধান অভিযুক্ত করে উল্লেখ করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, সম্প্রতি সাংবাদিক মনিরুজ্জামান শাহ্ মনির তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি সমালোচনামূলক পোস্ট দেন। পোস্টে তিনি লেখেন, “মুক্তিযুদ্ধের ৫২ বছর পরেও বদরগঞ্জে নতুন মুক্তিযোদ্ধা সৃষ্টি হচ্ছে এবং তারা সরকারি ভাতাও পাচ্ছে। সবকিছুই সম্ভব রংপুরের বদরগঞ্জ উপজেলায়।” ওই পোস্টে কারো নাম উল্লেখ করা নেই। ওই পোস্টটি প্রকাশের পর মুক্তিযোদ্ধা পরিচয়ধারী খলিল শাহ ক্ষিপ্ত হয়ে ওঠেন। বিষয়টি নিয়ে কয়েকদিন ধরেই তিনি সাংবাদিক মনিরুজ্জামানের প্রতি অসন্তোষ প্রকাশ করছিলেন বলে জানা গেছে।
মনিরুজ্জামান শাহ অভিযোগে আরও উল্লেখ করেছেন, গত ১৯ অক্টোবর (শনিবার) দুপুর ১২টার দিকে তিনি নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে বদরগঞ্জ বাজারের উদ্দেশ্যে রওনা দেন। পথে পশ্চিমপাড়া মৌজার হালা বটের তল এলাকায় পৌঁছালে, স্থানীয় কালাম ও কালিয়ার দোকানের সামনে অভিযুক্ত খলিল শাহ হঠাৎ তার পথরোধ করেন।
এ সময় উপস্থিত লোকজনের সামনেই তিনি সাংবাদিককে উদ্দেশ্য করে চিৎকার করে বলেন, তুই আমার নামে ফেসবুকে কি লিখছিস? তোকে আজ কালের মধ্যে হাত-পা ভেঙে দেব, তখন টের পাবি! মনিরুজ্জামান শাহ প্রতিবাদ করলে অভিযুক্ত ব্যক্তি তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং আরও ভয়ভীতি প্রদর্শন করেন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন স্থানীয় লোকজন পুরো ঘটনাটি প্রত্যক্ষ করেছেন।
অভিযোগে মনিরুজ্জামান শাহ আরও উল্লেখ করেন, অভিযুক্ত খলিল শাহ তার প্রতি দীর্ঘদিন ধরেই ক্ষিপ্ত এবং পূর্বেও বিভিন্ন সময় পরোক্ষভাবে হুমকি দিয়েছেন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, অভিযুক্ত ব্যক্তি আমার উপর শারীরিক ক্ষতি করার পরিকল্পনা করতে পারেন। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই থানায় অভিযোগ জানাতে বিলম্ব করলেও বিষয়টি আইনের আওতায় আনতে বাধ্য হয়েছি।
সচেতন মহালয়ের লোকজন বলেন, পেশাদার সাংবাদিকের ওপর এমন হুমকি স্বাধীন গণমাধ্যমের ওপর হুমকি। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের কাছে অবিলম্বে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।
ঘটনার পর বদরগঞ্জ উপজেলার বিভিন্ন হাট বাজার ও আশপাশের এলাকায় সাংবাদিক মনিরুজ্জামানের সহকর্মী ও স্থানীয় সচেতন মহলের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠনগুলো ঘটনাটির তীব্র নিন্দা জানিয়েছে এবং অভিযুক্তের দ্রুত শাস্তির দাবি জানিয়েছে। বর্তমানে সাংবাদিক মনিরুজ্জামান শাহ নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে আতঙ্কে আছেন। তিনি প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
বদরগঞ্জ থানার ওসি আতিকুর রহমান আতিক বলেন, সাংবাদিক মনিরুজ্জামান শাহ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh