× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পিরোজপুরে বিএনপির আলোচনা সভা ‎অনুষ্ঠিত

‎ পিরোজপুর প্রতিনিধি

১৯ অক্টোবর ২০২৫, ২০:৩৭ পিএম

ছবি: সংগৃহীত।

বিএনপির ৩১ দফা জনসম্পৃক্ত করনের লক্ষ্যে পিরোজপুর পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও সদস্য ফরম বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ অক্টোবর) পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপির আয়োজনে দক্ষিণ কৃষ্ণনগর ঈদগাহ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন।

‎বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য এড. আবুল কালাম আকন, জেলা শ্রমিকদল সভাপতি আব্দুস সালাম বাতেন, পৌর বিএনপি সভাপতি শহিদুল্লাহ শহিদ, সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান শাহীন, ৮নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দসহ ৮নং ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

‎অনুষ্ঠানে বক্তারা তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

‎সভায় বক্তারা বলেন, বিএনপি হচ্ছে জনগণের দল। এই দল জনগণের ভোট ও অধিকার রক্ষায় সবসময় আন্দোলন করে যাচ্ছে। তারা আরও বলেন, বিএনপির প্রতিটি কর্মীকে সংগঠিত হয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে অংশ নিতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: আলাউদ্দিন চান ও সঞ্চালনা করেন ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: বেলায়েত আকন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.