× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘সোনালীর জীবন - সুখের জীবন’ শীর্ষক আলোচনা সভা

বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি

২০ অক্টোবর ২০২৫, ১২:২৩ পিএম

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইছড়ি ইউনিয়নের উগলছড়িতে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির (পিএলসি) গ্রাহকদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘সোনালীর জীবন - সুখের জীবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এই আলোচনা সভার আয়োজন করা হয়। জীবন বীমার গুরুত্ব ও এর বহুমুখী সুবিধা নিয়ে গত রোববার (১৯শে অক্টোবর) অনুষ্ঠিত এই সভায় আলোচনা করেন বক্তারা।

ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট জয় চন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী লাইফ পিএলসি, ফেনী পরশুরাম মেট্রোর বিএম মো. ইউনুস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী লাইফ পিএলসি, মাটিরাঙা মেট্রোর ইউএম মো. জাফর আহমদ। ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট নুর নাহার সাথীর সঞ্চালনায় আলোচনায় বক্তারা জীবন বীমার বিভিন্ন সুযোগ-সুবিধা তুলে ধরেন। 

প্রধান অতিথি মো. ইউনুস তার বক্তব্যে বলেন, জীবন বীমা শুধু একটি সঞ্চয় মাধ্যম নয়, এটি পরিবারকে আর্থিক নিরাপত্তা দেওয়ার একটি মজবুত ঢাল। বিশেষ করে সোনালী লাইফ ইন্স্যুরেন্স নানা ধরনের পলিসি যেমন - শিশু সুরক্ষা স্কীম, শিক্ষা ব্যয় বীমা, পেনশন বীমা, নিশ্চিত লাভসহ মানি ব্যাক টার্ম প্ল্যান এবং হজ বীমা সরবরাহ করে। এখানে গ্রাহকরা বুদ্ধিদীপ্ত বিনিয়োগের মাধ্যমে তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারেন।

বিশেষ অতিথি মো. জাফর তার বক্তৃতায় ইন্স্যুরেন্সের স্বচ্ছতা ও দ্রুততম সময়ের মধ্যে দাবি নিষ্পত্তির ওপর জোর দেন। তিনি বলেন, সোনালী লাইফ দেশের প্রথম আইটিভিত্তিক জীবন বীমা প্রতিষ্ঠান, যেখানে গ্রাহকরা মোবাইল, ল্যাপটপ এবং পিসির মাধ্যমে ঘরে বসেই বিকাশ, নগদ সহ প্রাতিষ্ঠানিক নিয়ম অনুযায়ী কোম্পানির নির্ধারিত ব্যাংক একাউন্টের মাধ্যমে প্রিমিয়াম প্রদান এবং বীমা সম্পর্কিত অন্যান্য পরিষেবা সম্পর্কে জানতে পারেন। আমাদের লক্ষ্য হলো, ৭ দিনের মধ্যে সমস্ত বৈধ দাবি নিষ্পত্তি করা, যা গ্রাহকদের বিশ্বাস অর্জন ও তাদের মানসিক শান্তি দিতে সাহায্য করে।

সভাপতির বক্তব্যে ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট জয় চন্দ উপস্থিত সকল গ্রাহককে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনারা সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ওপর যে আস্থা রেখেছেন, তার মাধ্যমে শুধু আপনারাই নয়, আপনাদের পরিবারও সুরক্ষিত হচ্ছে। জীবনের কঠিন সময়ে বীমার অর্থ কীভাবে একটি পরিবারকে সচ্ছল রাখতে পারে, সেই বিষয়টিই আজকের সভার মূল উদ্দেশ্য ‘সোনালীর জীবন সুখের জীবন’-এর মাধ্যমে বোঝানো হয়েছে।

সভায় উপস্থিত একাধিক গ্রাহক সোনালী লাইফ ইন্স্যুরেন্সের পরিষেবা এবং বিশেষ করে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে প্রিমিয়াম প্রদান ও পলিসি সম্পর্কিত তথ্য পাওয়ার সুবিধা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

তারা জানান, ইন্স্যুরেন্সের মাধ্যমে সঞ্চয়ের পাশাপাশি জীবনের অনিশ্চিত ঝুঁকি মোকাবিলায় তারা মানসিক শান্তি লাভ করছেন। কিছু গ্রাহক তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে বলেন, এই বীমা পলিসিগুলি তাদের সন্তানদের ভবিষ্যৎ শিক্ষা ও নিজেদের অবসর জীবনের জন্য একটি নিশ্চিত আর্থিক ভিত্তি তৈরি করে দিয়েছে। 

নতুন গ্রাহকরাও ইন্স্যুরেন্সের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত জানতে পেরে তাদের আগ্রহের কথা ব্যক্ত করেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.