চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মৎস্য দপ্তর প্রায় পাঁচ লাখ টাকার নোনা ইলিশ (শুঁটকি) জব্দ করেছে। মৎস্য সংরক্ষণ আইনের আওতায় পরিচালিত অভিযানে এই নোনা ইলিশ জব্দ করা হয়। উপজেলার কুমিরা ঘাটঘর এলাকায় গত শনিবার (১৮ অক্টোবর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য কর্মকর্তা মোতাছিম বিল্লাহর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে কোস্টগার্ড ও নৌ-পুলিশের সদস্যরা অংশ নেন।
অভিযানকালে কুমিরা ঘাট এলাকার আড়ৎদার আইয়ুব আলীর গোডাউনের সামনে থেকে প্রায় ৮৫০ কেজি নোনা ইলিশ (শুঁটকি) এবং ২৫ কেজি তাজা ইলিশ ও পাঙ্গাশ মাছ জব্দ করা হয়। জব্দকৃত তাজা মাছ এতিম খানায় দান করা হয়েছে এবং নোনা ইলিশ(শুঁটকি) নৌ-পুলিশের হেফাজতে রয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, আগামী ২৫ অক্টোবরের পর জব্দকৃত নোনা ইলিশ নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।
মৎস্য কর্মকর্তা মোতাছিম বিল্লাহ বলেন, ‘‘গত ৪ অক্টোবর থেকে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ প্রজনন মৌসুমে সাগরে মাছ শিকার সম্পূর্ণ নিষিদ্ধ। এ সময় মজুদ বা সংরক্ষিত নোনা ইলিশ রাখা আইন লঙ্ঘনের শামিল। তাই নিয়ম অনুযায়ী মাছগুলো জব্দ করা হয়েছে।”
অন্যদিকে শুঁটকি ব্যবসায়ী আইয়ুব আলী অভিযোগ করেন, “মৎস্য অফিসের এক কর্মচারী আমাকে নোনা ইলিশ (শুঁটকি) মজুদের ছাড়পত্র দেয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু হঠাৎ রাতের অভিযানে আমার প্রায় সাত-আট লাখ টাকার নোনা ইলিশ জব্দ করা হয়। এতে আমি চরম ক্ষতির মুখে পড়েছি।”
এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ীদের দাবি, অভিযানের সময় শুঁটকি জব্দের আইনগত বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে। তবে উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, “আইনের কোনো ব্যত্যয় ঘটেনি-অভিযান সম্পূর্ণ বৈধভাবে পরিচালিত হয়েছে।”