বান্দরবানের রুমা উপজেলায় গ্রামীণ জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২নং সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সোমবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ সেবা কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য উ. কে এস মং মার্মা। প্রধান অতিথি ছিলেন লে. কর্নেল মো. আলমগীর হোসেন পিএসসি, জোন কমান্ডার রুমা। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ২নং পাইন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উহ্লামং মারমা।
চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে ক্যাম্পে শতাধিক রোগী বিনামূল্যে চোখের প্রাথমিক চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধ ও চশমা পান। যেসব রোগীর চোখে ছানি বা অপারেশনের প্রয়োজন, তাদেরকে পরবর্তী সময়ে চট্টগ্রামের লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করা হয়।
ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনা করেন উ.কে এস মং মার্মা এবং আয়োজনে ছিলেন উহ্লামং মার্মা, অংসিং নু মারমা,জিরা বম ও মেনরক ম্রো,সহযোগিতা প্রদান করে লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল, চট্টগ্রাম।
ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনা করেন উ.কে এস মং মার্মা। তিনি জানান, রুমা উপজেলায় ১ হাজার জন চক্ষু চিকিৎসার সেবা পাবেন। যাদের অপারেশন প্রয়োজন হবে তাদেরকে চট্টগ্রামের লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালে চিকিৎসা প্রদান করা হবে বিনামূল্য। তিনি আরও জানান, রোয়াওছড়ি, বেতছড়াতে ও এমন সেবা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত থাকা উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান সরকার ( পিএসসি) বলেন, এমন উদ্যোগ দেশের এবং জাতির জন্য মঙ্গল এবং প্রশংসনীয়।
স্থানীয়রা জানান, পাহাড়ি এলাকার মানুষদের জন্য এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এতে অনেক দরিদ্র মানুষ ঘরে বসেই চক্ষু চিকিৎসা সেবা পাচ্ছেন।