× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেপ্তার

সাভার প্রতিনিধি

২০ অক্টোবর ২০২৫, ১৩:৫৯ পিএম

সাভারে প্রাইভেট পড়ানোর পথে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) সাবেক এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত সোহেল রোজারিওকে গ্রেপ্তার করেছে পুলিশ। গাজীপুর জেলার কালীগঞ্জ থানার এলাকায় গতকাল রোববার (২০ অক্টোবর) দিবাগত রাত দেড়টায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. জালাল উদ্দিন জানান, গ্রেপ্তার সোহেল রোজারিও (৩৭) সাভারের কমলাপুর গোয়ালিও এলাকার বাসিন্দা। তার সহযোগী মিঠু বিশ্বাসকে (৪৪) গ্রেপ্তার করে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত মিঠু বিশ্বাসের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। অপর অভিযুক্ত বিপ্লব রোজারিওকে (৪০) গ্রেপ্তারে জেলা পুলিশের একাধিক টিম কাজ করছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রধান অভিযুক্তসহ তিনজনের বিরুদ্ধে গত ১৬ অক্টোবর সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। ঘটনার দিন, গত ১৪ অক্টোবর সন্ধ্যায় ভুক্তভোগী তরুণী প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে প্রাইভেট পড়ানোর পর বাসায় ফেরার পথে সোহেল রোজারিও ও তার সহযোগীরা তাকে অনুসরণ করে। পরে সোহেল রোজারিও তাকে নিজ বাড়িতে নিয়ে গিয়ে সহযোগীদের সাহায্যে ধর্ষণ করে। ভুক্তভোগীকে কাউকে না জানানোর হুমকিও দেওয়া হয়।

সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিঞা জানান, জেলা পুলিশের নির্দেশনায় ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ও সাভার থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত সোহেল রোজারিও এবং সহযোগী মিঠু বিশ্বাসকে গ্রেপ্তার করেছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.