× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ম্যাসেজিং এন্ড টেলিগ্রাম গ্রুপের পর্ণস্টার গ্রেপ্তার

বান্দরবান প্রতিনিধি

২০ অক্টোবর ২০২৫, ১৪:০৮ পিএম

বিশ্ব প্লাটফর্মের ম্যাসেজিং এন্ড টেলিগ্রাম গ্রুপে পর্ণগ্রাফীর সঙ্গে জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরারিজম এন্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিট। গতকাল রোববার দিবাগত ভোর সাড়ে তিনটায় শহরের রোয়াংছড়ি ষ্টেশনের এক ভাড়া বাসা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আটককৃতরা হলেন- নাদিয়া (৩২) আইন উল্লাহ(২২)। তাদের ঠিকানা পাওয়া যায়নি।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপ্স) আব্দুল করিম গ্রেপ্তার বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল রাতে চট্টগ্রাম থেকে সিআইডি একটি স্পেশাল টিম এসে অভিযান চালিয়েছে। সেসময় রোয়াংছড়ি ষ্টেশনের একটি বাসা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। আটকের পর রাতেই চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে। নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।

ভবনের ম্যানেজার সৌরভ বলেন, ১৩ তারিখে ফল ব্যবসায়ী পরিচয় দিয়ে পাঁচতলা ভবনের দুইজনকে রুম ভাড়া দেওয়া হয়। ভাড়া দেয়ার সময় আইডি কার্ডসহ নিয়মনুসারে সবকিছু নিয়ে মাসে দশ হাজার টাকায় রাখা হয়। তিনি বলেন, কোথাও বের হলে দুজনই হেলমেট পড়ে বের হন। কিন্তু তারা যে এসব অবৈধ কাজে জড়িত সেটি জানতাম না। আর গ্রেপ্তার হওয়ার আগে আত্মীয় পরিচয় দিয়ে আরো একজন এসেছে। 

সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুদ পারভেজ বলেন, গতকাল রাতে অভিযান চালিয়ে ম্যাসেজিং এড টেলিগ্রাম গ্রুপে পর্ণগ্রাফী দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাতে তাদেরকে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

তিনি বলেন, আদালতে নির্দেশের কাউন্টার টেরারিজম এন্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম তাদেরকে মামলা তদন্ত নির্দেশ দিয়েছে। আর ঢাকা থেকে ব্রিফিং করা হবে জানান তিনি।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.