× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সেনাবাহিনীর মানবিক সহায়তা প্রদান

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

২০ অক্টোবর ২০২৫, ১৪:৩৪ পিএম

খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে অস্বচ্ছল শিক্ষার্থী ও পরিবারদের মাঝে অনুদান এবং প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। দীঘিনালা সেনা জোন সদরস্থ হলরুমে সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টার দিকে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেডের আওতাধীন ৪ ইস্ট বেঙ্গল (দি বেবী টাইগারস) ব্যাটালিয়নের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ওমর ফারুক, পিএসসি।

অনুষ্ঠানে দুইজন অস্বচ্ছল নারীকে স্বাবলম্বী করতে দেওয়া হয় সেলাই মেশিন। দুটি শিক্ষাপ্রতিষ্ঠানকে দেওয়া হয় পানির ট্যাংক, একটি মাদ্রাসায় বৈদ্যুতিক ফ্যান এবং ১৭ বান্ডিল ঢেউটিন দেওয়া হয় গৃহনির্মাণে সহায়তার জন্য। এছাড়া বেশ কয়েকজন অস্বচ্ছল শিক্ষার্থী ও পরিবারের হাতে তুলে দেওয়া হয় নগদ আর্থিক সহায়তা।

এ সময় লেফটেন্যান্ট কর্নেল ওমর ফারুক বলেন, ‘সেনাবাহিনী শুধু দেশের নিরাপত্তার দায়িত্ব পালন করে না, বরং সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণেও কাজ করে। সাধারণ মানুষের জীবনমান উন্নয়নই আমাদের অঙ্গীকারের অংশ।’

অনুষ্ঠানে উপস্থিত উপকারভোগীরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ পার্বত্য অঞ্চলে সেনাবাহিনী ও সাধারণ মানুষের মধ্যে আস্থা ও সম্প্রীতির বন্ধন আরও মজবুত করবে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.